এমন পিতাই চাই!
যেমনটি হতে রয়'
তেমন পিতা হলে
সেই পিতার আদর্শে।


দাম্পত্ত জীবনে এ'ধরাতে!
এলে সেই পিতাতে
সন্তান এই বাংলায়
আদর্শ পিতা বলে;


হবে আদর্শ সন্তান!
এই বাংলাই পাবে
আদর্শ দেশ রত্নের
অমূল‍্যের দীপ্ত মান!


সেই চেতনায় আদর্শ
পিতার নবাগত সন্তানও
খুঁজে ফেরেন আদর্শপিতা!
ওহে! পিতা সকলেই;


হও আদর্শের উদ্ভাসিতের!
সন্তান যেন তোমার
গর্বে মন-প্রাণ চলে
যেন উচ্চতার মাপ


কাঁঠিতে অনন‍্য মনে'
এই সমাজের বুকে।
সন্তান বেড়ে উঠতে
পারে আদর্শ পিতার'


সন্তানের অপূর্ব মনেতে
সেই পিতাতে শিশু
ঘুমায় আপন মনের
পিতামহ ঐ আবাসনে।


যে পিতাতে নাই
ঐ সেই আদর্শ!
পিতা সন্তান হতে
কি আশা করবে?


আদর্শ পিতার আদর্শ
সন্তান আসবে সমাজে
সমাজ তাই পথ
চেয়ে বসে থাকে।


সেই চেতনাতেই মন
বলে আসছে সময়
বসে আছে ঐ'মনে
আমার পিতামহতে দুই'
তিনের আশায় রইলাম।।


===×××===
===×××===
বাণী: আদর্শ পিতার খুবই অভাব। সমাজে আদর্শ পিতা ও সন্তান খুবই প্রয়োজন। তা না হলে সমাজ ব‍্যবস্থায় সামাজিক নৈতিক অবক্ষয়ের শেষ কোথায় তা জানা বড়ই দায়।।