একদিন এক লোকের অপরাধে
তার যোগ‍্যতার কর্মফল বিয়োগে
সব কিছু মিলায়েই অপরাধী জন
মানতে চায় না তেমন কোন দীক্ষা।


হঠাৎ মনখারাপে রাগান্বিত হলে
মনে হয় বিয়াদব মেরে শাসনে
করি শান্ত! সেই মনে ক্ষিপ্ততাতে
আচরণ মন হয়  তিব্র বে-সামাল।


পরক্ষণে মনে হল অবুঝ মানুষ
শয়তান বদ-স্বভাবলোক সেই
কখনও কি হবে সঠিক ঐ'মনে?
ওদের শায়েস্তা দরকার কঠিনই।


তাই নিজের ভুল নিজেকে বলি
আমার কাজ নয় অন‍্য কাহারো
সনে খারাপ ও অশোভান কাজ'
তাইতো নিজ হতে ক্ষমা চেয়েছি!


নিজেকে নিজেই শাসন করেছি
নিজ মুখে নিজেরই জুতা মেরে।
আত্মঃউপলব্দি মনটিতে একক
সত্ত্বার নিজস্ব চেতনা বোধতায়।


ভুল করলে করেছে ঐ'লোকটি
তাকে ভাল জেনে সংশোধনত্বে
কেন কথাবলা মঙ্গল কামনার্থে?
ভাল জানা থেকেই করেছি সেই।


যাকে করেছি ঐ'চেতনায় সে কি
আর আমার শাসন নিয়েছে ভাল?
না তা নেয়নি হিতেবিপরীত অন‍্যত্র
মিথ‍্যা রটনা করেছে লোক সমাজে।


হায়রে মানুষ শোন সকল জাতি;
আমরা সত‍্য বলতে শিখবো কবে?
সেই জন‍্যেই নিজেরই বিচার করি
নিজেই আপন শাসন চেতনা ব্রত।
********************
বাণী: অপদার্থের কখনও উপকার করতে নেই। উপকার করলে সেবা দিয়ে কখনও কাছে রাখা ঠিক নয়। ঐ'সকল অপদার্থ জনেরা কখনও উপকার গ্রহণের সফলতা ধরে রাখতে পারে না। ওরা এতোটাই অযোগ‍্য ও অকৃতজ্ঞ যার ন‍্যায় হিতে বিপরীত অপরাধ করে থাকে। সেই জন‍্যে ঐ' সকল উপকার ভোগী লোক হতে দূরে থাকাই উত্তম ও ন‍্যায় বিচারকের দায়িত্ব।