ইচ্ছা আমার রাজা হওয়ার
জন্মেছি কি এই দেশে?
যাদের আছে শন্ডাপন্ডা নেতা
তারাই তো এই রাজ‍্যের।


সকল কিছু তাদের হাতেই
দেশ চালায় না কি তারাই?
আমি না কি এই দেশের যোগ‍্য নাগরিক!
জানে কি এই দেশ? যার আছে দলনেতা


সেই না কি হয় নেত্ব-নাপিত!
সংখ‍্যায় বেজাই ভারী।
কারো কথাই নিতে চায় না'
করে আসে শুধুই  মাস্তানী।


রাজার নাম ভাঙ্গিয়ে শন্ডাপন্ডারা
অপকর্ম করেই চলে।
এবার বুঝচ্ছেন নি কেন রাজা হওয়া
উচিত নহে। আমি রাজা হওয়ার
যোগ‍্য বলে কেহ আসে না ডর ভয়ে।


সবাই জানে উনি হলে রাজা ফাঁকি
দেওয়া যাবে না যে কাজে-কর্মে এ দেশটাতে।
তাই তো চোরের দলেরা নেতৃত্ব দেয় চোরে
চোরে মাশুতু ভাইয়ে ভাইয়ে। ধরা দিতে চায় না
সঠিক নেতার কাছে। কি যে ভয়ংকর


তারা অস্ত্রে সস্ত্রে ও কথাতে যে বেজায় ভারী।
দামী গাড়ি চলনে বলনে বেশভূষাতে হয়
বেজাই যে মনে দাম্ভিকতায়। কি যে করি?
দেশ রক্ষা যে অবধারিত। মৌলবাদীরাও
চায় দেশ চালাতে।


এ কেমন কথা? তাদের নাই যে কোনই
তেমন সমর নীতি ও ব‍্যবস্থা! কি উপায়?
অপর দিকে নাই যে আমার নিদিষ্ট ভূ-খন্ড,
জন সমষ্টি, সার্বভৌমত্ব। পিতা থাকতেও ঐ


সময়ে ছিলাম দিশে হারা। মা তো মা জননীই
আর কি উপায়? লেখা পড়া করেছি বটেই
কর্মের পাশাপাশি শহর মুখীতে ঐ ভাবে হয়ে
ওঠেনি বন্ধু আপন জন। তাই তো কেউ জানে


না আমি যে নেতৃত্ব দিতে জানি? এ কথাটিই
কাকে বলি? কে আছে শোনার? কর্মই যেখানে
সর্বেসর্বা। ছিল না আড্ডা তিন রাস্তার মোরে!
ছিল না কোন অসৎ কাজের সঙ্গী মোরা সাথী।


এবার বলেন কে চিনতে পারে, কার সক্ষমতা
আছে এদেশ নেতৃত্ব দেওয়ার? কে শোনে কার
কথা' এই জন‍্যই আমি রাজা! মনের রাজা!
কেউ চিনুক আর না চিনুক! কর্মগুণেই


চিনবে সবাই দেখি ঐ নেতারা বড় নেতা?
না কি আমিই প্রকৃত রাজার যোগ‍্য রাজা?
পরবর্তীতে আমিই হবো এই দেশেরই কান্ডারী
গণতন্ত্রের এক নিষ্ঠ সর্বাগ্রে সকলেরই নেতা।
রুপক অর্থের "আমার রাজ‍্যে আমিই  রাজা"
===×××===
===×××===
বাণী : রাজা হওয়া সহজ কিন্তু নেতৃত্ব দেওয়া বড়ই কঠিন। তাই রাজার রাজত্ব ধরে রাখা দূরহ ব‍্যাপার। সেই জন‍্য রাজাকে কঠোর পরিশ্রমী হতে হয়। যার ন‍্যায় নেতৃত্বের সুদৃরতা রক্ষা পেয়ে রাজাকে রাজত্ব পরিচালনায় সঠিক দিক নির্দেশনায় সহায়ক হয়ে থাকে। অন‍্যথা নহে।