আসলেই আমি কি অধম?
আসলেই;
আ-আমি জন্মের পর হতে এ'পর্যন্ত যখন হতে বুঝতে শিখেছি
স-সকল মানুষের যখন কথা বলার ভাষা বুঝতে পেরেছি
লে-লেখা পড়ার ন‍্যায় জ্ঞানার্জনে ব্রত মন জাগ্রত চেতনা রয়ে
ই-ইতিহাস ছোট খাট মানুষের ঘটনাবলী ভাল মন্দ জেনেছি।


আমি;
আ-আমার আমিতেই নিজের মধ‍্যে থাকতে পারিনি কখনও
মি-মিনতি জাগ্রত প্রাণটিতে শতদল দেখা মানুষ রুপ অবুঝ।


কি;
কি-কি কারণে কোন নেশাতে করছে যাপন অজানা ভাবনায়।


অধম;
অ-অতশত বুঝি না, আমি চাই চলতে সাধারণে কোন মতে
ধ-ধর্ম কর্ম শিষ্ঠাচার! সবই মানব জীবন সফলতা ভরা হ্নদ
ম-মমতা মর্ম নিজ জীবন করিনি কখনও কাউকে কোন ক্ষতি।


মানুষ রুপি রুপ ধারণ মানুষ;বলে মুখে একটি করে আরেক'
ভাল কথা শুনতেই অপারগতা পরিশেষে গিব‍্ৎ রত বদনাম।
ওরা পাপী এমন সব কর্ম করে ধর্মের লেবাজ ধারণ সেবক
মনে হয় দূর হতে বেশ গুণি সম্মান ছুঁয়ে পড়ে আমল নামায়।


প্রকৃত পক্ষে ঐ'সকল মানুষ গুলিই সমাজের বড়ই বোঝা
শয়তানী করে পর ক্ষতিতে দিশেহারা নিজসহ পরিবার।
ভবিষ‍্যৎ নিজ ভাবে না; অন্ধকার জীবন রেখে নিভূবাতিতে
আলোর কি দেখা আশা করা যাবে "আমি অধম" উত্তমে।
*********************************
বাণী: বর্তমান যে দিনকাল পড়েছে। তাতে অতি উত্তম মানুষের অধিকাংশ বেঈমান মানুষের সাথে খাপ খেয়ে  চলাটাই মুশকিল।