যখনই কবিতা লিখতে কলমটি
                          নিতে হাতে মন বলে হয়ে যাও
তুমি কবিতার সেই হ্নদয়ের মন
                          তখনই আমি হয়ে যাই কবিতা।


আমি প্রাণি মানুষ কুলেরই মানব
                        কি করে হয়ে পড়ি কবিতা মন?
যখন লিখতে বসি কবিতা সেই
                        মনেরই ভাবনায় বলে শোন কবি!


হও একেবারে লেখার গভীরের
                  কবি মনের একান্তই আপন ঘরের।
তা না হলে কি করে তোমায় নিবে
                  আপন করে কবিতা কবির স্বরলিপি।


মনেরই  মাঝে যতটাই জল্পনার
                     জমা কল্পনা অঙ্কিত হতে থাকে
মন প্রাণ হ্নদয় আত্মার এক যে
                     সেই ভাবনাময়ে শ্বাসত বসতির।


তাই তো একজন কবি লেখেন
              তার কবিতা একান্তই সর্বোস্ব'র
উদারতা উদ্ভাসিত জ্বলন্ত জ্ঞান
              আলো যতটুকু থাকে সবটুকু বিলায়ে।


প্রচেষ্টা রয় যেন একজন পাঠক
              প্রেরণা পায় কবিতাটি পাঠ করে।
তাই কবি যেমনই লেখুক না কেন
               তার কবিতা তার লেখা কবিতাই


সকলের চেয়ে সর্বশ্রেষ্ঠ‍ সর্বাগ্রের।
               একজন কবিকে করা যাবে না
অবহেলা; যাবেই না করা তাঁর
                লেখা কবিতারই সকল রচনা।


তাই তো সকল কবিগুরু জনের
                সম্মানে লেখা এই কবিতাটিতে
জানাতে চাই যখনই একজন
                কবি লিখতে বসেন কবিতা।


প্রত‍্যেকেই কবি একেক জনা
                 হয়েই পড়েন একটি কবিতার
সবটুকু লেখনির কবিতার পাতা।
                  আমিও সেই সকল কবিগণেরই!


একাকিত্তে বলি শোন সকলেই
                  একজন কবিত্বে আমি তো হ'ই
সেই সাথে প্রত‍্যেক কবিগুরুই
                   হয়ে পড়েন একটি কবিতা।
===***===
===***===
বাণী: প্রকৃত পক্ষেই একজন কবি যখনই কবিতা লেখায় মনোনিবেশ করে থাকেন। তখনই কবিগণ একটি কবিতা হয়ে পড়েন। যার ন‍্যায় কবিগণ সব সময়ই একটি কবিতার পাতা। বিধায় ঐ' সকল কবিরাই এক সময়ে হয়ে যান জ্ঞান পিপাসীত্বের চরম জন।