আমি;
আ-বলে!  আমি সত‍্য'ই একটি কবিতা লিখবো
ম-বলে! মিথ‍্যে কোন আশাতে নহে।


একটি;
এ-বলে! একটি সরল বাক‍্যে লিখতে হবে কবিতা
ক-বলে! কয়টি লাইনে লিখলে সুন্দর হবে
ট-বলে! টিয়া পাখির মত অপলক নয়নের তরে।


সুন্দর;
স-বলে! সুবিধা মত সময় করে লিখলে কবিতা
ন্দ-বলে! ন্দো-নীলাতে ভরে মন কিভাবে হবে সাধন?
র-বলে! রচিত কবিতাটি হবে সুন্দর শব্দ চয়নের।


রুচি;
রু-বলে! রুচি বোধের শব্দ চয়নে লিখতে কবিতা
চ-বলে! চরিত্র গঠনে রয়ে মন হয় যেন পাঠকের।


সন্মত;
স-বলে! সকল মানব জাতি হলে শিক্ষিত
ন্ম-বলে! ন্মুখের হয় না যে কোন অর্থবোধক শব্দ চয়ন!
ত-বলে! তপ্ত জ্ঞান উপলব্দে রয়ে জানে মন ক'জনাতে।


কবিতা;
ক-বলে! করলে কাজ ভাল সুন্দর জীবন পাবে
ব-বলে! বিপদ-আপদ হতে সুরক্ষা পাবে নিজকে
ত-বলে! তাহলে থাকবে সেথায় আপন মনে।


লিখতে;
ল-বলে! লিখবে কবিতা ওহে কবি আপন মনে
খ-বলে! খোলা আকাশের নীচে উন্মোক্ততে
ত-বলে! তাকালেই দেখতে পাবে ঐ কবি লিখছে।


চাই;
চ-বলে! চাইলেই কবি ভাল কবিতা লিখতে পারেন
ই-বলে! ইচ্ছা পোষণে কবি সুন্দর কবিতা লেখেন।


আমি; একটি;  সুন্দর;  রুচি; সন্মত; কবিতা; লিখতে;
চাই; এই প্রতিটি একক শব্দমালার চরণগুলি হতে:;:;


আটটি শব্দের অর্থ-বোধকতাতে রচিত কবিতাটি;
প্রতিটি অক্ষরের অর্থবোধকের বর্ণনাতে অর্থবহ করে'
নতুনত্ব শব্দার্থের ভান্ডার আনার প্রচেষ্টা করা হয়েছে।
যাতে পাঠক একটি অন‍্য রকমের অর্থবহ রুচি সন্মত!
সুন্দর কবিতা পাঠ করে জ্ঞানের আলো সামান‍্যতম হলে
সহজেই আয়ত্ব করতে পারেন। সেই তরে লেখক হিসেবে
পাঠকের নিকট গ্রহণ যোগ্যতায় লাভে স্বার্থকতা পাবে।।
===×××===
===×××===
বাণী : আমি তো মানুষের নিজস্ব পরিচয়ে রয়ে থাকে' একটি মন হয়ে। সুন্দর চেতনাতে। রুচি বোধদ্বয়ের পরিচয় বহনে। সন্মত হয়ে রয় যেন কবির মন। কবিতা লিখতে পেরে ঐ'মনে উপহার দিলাম তাকে-যাকে-অন্যকে। চাই বলেই আজকের এই যে, কবি হওয়ার স্বপ্ন ইচ্ছা-পূরণের স্বাধ পেতে রয়েছে মন ও প্রাণ' আজকের সাহিত‍্যিকের সম্মানিত পাতার গুণি সমাজ ব্যবস্থায়।