আমি চেতনায় মন মজি
আমি স্বপ্ন দেখতে ভালবাসী
আমি স্বপ্ন দেখে ভাবি না
আমি স্বপ্নের নাগালে হাটি
আমি সেই হাটা-হাটিতেই
আমি জীবন গড়ার কার্যে রই'
আমি একদিন শত শ্রমে অর্জন করি।
আমি কারো পথের পথিক হতে রাজি নই!
আমি কারো ধনে চোখ মেলি না;
আমি হই না হিংসায় রোষানল
আমি রই চেতনায় আঁখি নয়ন জল!
আমি সেই আঁখি নয়ন ভেঁজা জলেই
আমি সুন্দর সুখের সন্ধ্যান পাই।
আমি সেই সন্ধ্যানেই এগিয়ে চলায়
আমি পাই সঠিক পথের সন্ধ্যান।
আমি চাই সেই বিধাতায় যে জন
আমি সেই একমাত্র আল্লাহকে ভরসায়'
আমি পেয়ে যাই প্রকৃত অর্জন ও সন্মান।
আমি রই সেই অপেক্ষায় যে অর্জন আসে বিধাতাতে।
আমি চাই যদি সেই চাওয়া ও পাওয়ার মতেই।
আমি তবেই তো নিজেকে রক্ষায় রইবো প্রকৃত অর্জনে।


আমি;
স্বপ্ন দেখি, আমার চোখে অপরকেও স্বপ্ন দেখায়'
আমি বুঝি, বুঝতে পারি, নিজেকে জ্ঞানী জানি,ভাল
-মন্দ বুঝি, তবে কেন অনিয়মে নিজেকে গড়তে বলি?
আশা আছে মনেতে অনেক পেতে! রই সেই চেতনায়!
কেন হতে পারবো না আমায় আমিতে প্রকৃত অর্জনে জেনে।


স্বপ্ন;
প্রতিটি মানুষের মাঝে স্বপ্ন বসবাস করে থাকে'
স্বপ্ন ছাড়া এমন কোন মানুষ নেই এই জগতে।
জ্ঞানী লোকের স্বপ্ন জ্ঞান পিপাসীতের চরণে
পাগল ও স্বপ্নে বিভোর হয়' কবে সে হবে জ্ঞানী জনে'র।
বোকা বলে আরে এবার ভুল করেছি আমি বোকা বলে;
আরেক'টু চালাক হই চর্চা করে দেখবে কে কাকে বোকা বলে?
ঐ স্বপ্নের শেষ নাই! স্বপ্ন বাজ মানুষের। তাই বলতে চাই;
আমি স্বপ্ন দেখতে পছন্দ করি না! করি পছন্দ বাস্তবতায় অর্জনের।
সেই অর্জনই এক সময় স্বপ্নের মতনই জীবনটিকে বিভোর করবে।


বাজ;
বাজি রাখতে পছন্দ করি না কারো সাথে'
হতে চাই না বাজিমাত কারক! অন্যের হতে'
দেখাতে চাই না অর্জন! করতে স্পৃহা আত্ন:উপলব্দিতে।
তাই তো "আমি স্বপ্ন বাজ" নই!
স্বপ্নকে আমি পছন্দ করি!
প্রকৃত কর্মঠ জীবন নামক অর্জন মানবের তরে।
তাই তো রক্ষা পাবে "আমি স্বপ্নবাজ" নাম স্বার্থকতা।
===×××===
===×××===
বাণী: স্বপ্ন মানব জীবনের প্রতিটি মানুষের মনের মাঝেই বসবাস করে থাকে! স্বপ্ন দেখা ভাল; সেই চেতনায় অর্জনও ভাল! তবে "আমি স্বপ্ন বাজ" মুখে চটকদারী, কলরবে ছলাকলা, হাসিতে আটখানা, অর্জনে নবডান্ডা সেই "আমি স্বপ্ন বাজে" হই না খুশি। অপাত্রে কন্যাদানে মানিকে রদনের মতন। তাই ঐ মনে স্বপ্ন দেখার দরকার নহে! মানুষ হয়ে জন্মেছি করি কাজ-কর্ম মানুষের মতন দেখতে পাওয়া যাবে কর্মতেই একদিন বিধাতা প্রকৃত স্বপ্নে বিভোর করে দিয়ে চমৎকার রুপ ধারণে দেখা দিবে "আমি স্বপ্নবাজ" নামক সুখ জীবনের তরে।