আমি প্রেম করতে চাই
চাইলেই কি আর করা
যায় প্রেম? কি করে যে
ঐ মনে বলি আমি তো


বেকার ছেলে সবেই হল
পড়া-লেখা শেষ পরীক্ষার
ফল পেতে রয়েছি কতটা
আশায় বুক বেঁধে আনমনা


প্রতিক্ষাতে কেমন যেন বুক
ধরপরে রয়ে মন কি যে এই
কপাল খানাতে কেমন ফল
আসবে জীবনে নেমে শুধুই


জল্পনা-কল্পনায় রয়ে মন।
প্রেম আসলেও মনে ধরতে
চায় না প্রাণে চিন্তা আসে
কবে দিবে ফল কি হবে?


প্রেম পালায় মন হতে আর
ভাবনা দিতে চায় না সায় ঐ
প্রেমিক মনে। প্রেম সেই রাগে
পালায় আমার বেকার জীবনের


ভাঙ্গা ঘরের বেঁড়া দিয়ে পালায়ে
হাফ ছাড়ে। প্রেম বলে ওরে বলদ
বেকার শিক্ষিত ছেলে তোরে দিয়ে
হবে না প্রেম আমি যাই রফিক


মিলিটারীর সাথে টাংকি মারতে।
সেই তারনায় হল না জীবনে আর
প্রেম, যে গেলো আসলো শেষে
পরী হয়ে। আমি নিলাম প্রেমি মনে
আপন করে' আমিও প্রেমিক বলে।
===×××===
===×××===
বাণী : প্রকৃত প্রেমিক কখনও বেকাত্বকে সাথে নিয়ে প্রেম আপন করে না। যারা করে থাকে তারা প্রকৃত প্রেম জানে না।  ঐ গুলি মিথ‍্যা ছলনা। বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় অভাব অনাটানে সংসার জীবনে ভাঙ্গন লেগেই থাকে। তাই প্রেম পবিত্র শিখা। সেই তরে প্রেম অনন‍্য। সেই পবিত্রতা মাথায় রেখে প্রেম নিবেদন করা বাঞ্চনীয়। অন‍্যথা নহে।