কথাতেই অনেক রয় সেথা; রক্ষার্থে বেজায় ব্যাথা!
কি দারুন গাছটি ফল স্বাদে অতৃপ্তি; থাকে সেথা ঐ'
উঠানে আনতে ধান জানে কষ্ট কত মন, জ্ঞানী সেথা?
বিনা কর্মের আশাতে ঘোড়ার ডিম! ঐ দিকে চটকদারী।


===×××===
===×××===


বাণী : কথা ভারীতে নয় কর্মে হলেই ভারী' তবেই কর্মকর যে আমি। তা না হলে প্রকৃত রুপের না হয়ে; রুপক রুপের বিউটি পার্লারের রুপবর্তী হয়েই দিন-রাত করবে শেষ। আর হবে না সেই রুপেরই সাধন-ভোজন বলাতেই সর্বশেষ। পরিশেষে অর্জন ঘোড়ার ডিমে ভোজন।