জন্মেছি তো বিধাতার দয়াতেই
ক্ষণিকের তরে, যতটুকুন সময়
রই এই ত্রি-ভূবণে, চাই বিধাতারই
দরবারে হে বিধাতা তোমার ইচ্ছাতেই
জন্ম মৃত‍্যু ক্ষণিক  অপেক্ষমান এই
মিছামায়া জালের দু'দিনের দুনিয়ায়!
তবে কেন তুমি আমায় করিবে না রক্ষা
কল‍্যাণের প্রকৃত মানুষ হইবার জ্ঞান ও
বিবেক বুদ্ধি মত্তার দীক্ষার দীপ্তমানের
সেই রক্ষা  তবিয়তের জ্ঞানালোয় ভরে।
সেই জ্ঞানের আলোয় যেন করিতে পারি
নিজস্ব কল‍্যাণসহ তোমারই সৃষ্টি মানুষের!
তুমিই বিধাতা যেখানে সব কিছুরই নিয়ন্ত্রণে;
তাই তো বলি তোমারই সৃষ্টির সেরা জীব হয়
না যেন কোন অকল‍্যাণের, কোনই জন মানবের!
তুমি দেখিতে পাচ্ছ না কি করছে তোমারই
পথের দীক্ষা ছেড়ে হচ্ছে পথ হারা।
রক্ষা করো মোরে এই না বুঝ তোমারই সৃষ্টির
সেরা জীব আশরাফুল মাখলুকাতকে'
এই মাখলুকাতই  তো তোমাকেই মন ও প্রাণ
শয়নে স্বপনে ডাকে হে আল্লাহ বা বিধাতা রক্ষা কর'
রক্ষা কর! তোমারই দয়ার রহমতের এক নিষ্ঠায়।
তাই তো অনুধাবনে তুমিই একক সত্ত্বা।
তবে কেন তোমারই সৃষ্টিতে এতো ভেদাভেদ?
তোমারই সৃষ্টির মানব হয়ে করে আসছে অপর
মানবের সহিত ব‍্যাভিচার, অন‍্যায় নিঁপীড়ন?
রক্ষা করো মোরে, আমাদের তোমার সৃষ্টির সেরা
জীবের।। রক্ষা করো তোমারই পৃথিবীর পরিচারকদেরকে।।
রও যে তুমি এই মানবেরই মাঝে অনুধাবনে এক নিষ্ঠাতে।।
===×××===
===×××===
বাণী : সৃষ্টি কর্তা যেহেতু সামাণ‍্য সময় আমাদের এই দুনিয়াকে পরিচারক হিসাবে এই পৃথিবীর অনাবাদিকে আবাদ করার জন‍্যে এনেছেন, সেই জন‍্যে যত সময় রাখবেন দুনিয়ায় সেই সময়টি হয় যেন কল‍্যাণের, তবেই তো স্বার্থকতা লাভে রবে জন্ম মানব জীবনের অনুধাবনের একনিষ্ঠ্যতার।।