সত‍্য কথাটি কি! সত‍্য বলতে চাই'
সত‍্য বলল‍েই যত সমস‍্যা।
কে শোনে কার  কথা! কেন শুনবে সত‍্য?
চারি দিকে শুধুই ভেজাল।


ভেজালে গেছে ভরে; সত‍্য পালায়েছে তাই'
সেই মনে সত‍্যেই ভয়।
সত‍্য কথা বললে; জানতে চাওয়াতে অনিহা'
আপন পর সকল অপারগতা।


কথা এরিয়ে পালায় যেন দূর-দুরান্তে
কে আছে আপন-পর?
আপনত্ব আর নয়তো বন্ধুত্ব ওরাই পর'
সকল মানুষ বড়ই স্বার্থপর।


কাকে বলি আপন আর কাকে বলিপর?
সত‍্যের পথের পথিক কই
তার কাছে দিতে চায়'না ধরা, অবচেতনা
মানুষ সত‍্যের পেতে অপ্রিয়।


ভাবতে অবাক লাগে! মানুষ ভাল চায়
তখনই মানুষ সত‍্য বলে।
পুলিশ রিমান্ড কঠোর প্রহার তথ্যতরী'
আপনত্ব্ খুঁজে ফেরা দ্বায়!
************************
বাণী: মানুষকে প্রকৃতই কঠোর পরিশ্রম বিনিময় ধর্ম, কর্ম, সাহিত‍্য, সংস্কৃতি, সাংস্কৃতির বিশেষ গুণিজন হয়ে উঠতে অবশ‍্যই নিয়মিত আদর্শ চর্চার মাধ‍্যমে ধৈর্যধারণে একনিষ্ঠ নিবেদিত লৌহ মানব গড়ে উঠার মানসিকতায় যে সকল মানুষ গড়ে উঠবে সেই সকল মানুষ গুলিই প্রকৃত সত‍্য-নিষ্ঠার সঠিক গুণিজন। অন‍্যথায় টিক অভিনেতা-নেত্রী।