বিধাতার দেওয়া সকল উপহার অপূর্ব
এই দুনিয়ার সকল কিছুই অপূর্ব।
পৃথিবীটা এতো সুন্দর শোভিত অপূর্বা
অতুলনীয় অনন‍্য নির্ভর অপূর্বের।


এমন করেই ভাবনা প্রেরণা মানবতা
সবই যেন বিধাতার সৃষ্টি অপূর্ব।
মানুষ-মানুষেরই-প্রেম-ঘর-সংসারের
মহত্বের বসবাস বন্ধন পর আপন।


কত আয়োজন বিনোদন সবই অপূর্ব
প্রকৃতির নীলা ভূমি শোভা অপূর্ব
সভ‍্যতা জাতিগত প্রেরণা সেই সুধায়
শুধুই আত্মার আস্তাদন শান্তি অপূর্বে।


মানুষ যদি হতে পারে সত‍্যই প্রকৃতজন
যেখানে সেখানে অন‍্যত্র অন‍্যত্রের তরে
আকাশ পাতাল জল স্থল সর্বত্র ভ্রমণে
বসবাস উপভোগ ভোগ‍্য সবই অপূর্ব।


সেই রূপেই গড়তে পারলেই জীবন
নামক মানব দানব মানফ হবে সেরা।
দানব দানব জাতে উত্তম সব বিধাতা
সৃষ্টির একক সত্ত্বার রূপের অপূর্বতা।
*********************
বাণী: জীবন একটি অজানা মনেই চলমান শক্তি যোগায়ে মানুষকে পরিচালনা করে আসছে। সেই জীবনে অবশ্যই নৈতিকতা শিক্ষা ব্যতিত চললে মানুষ কখনও সঠিক জীবনের সাধ পায় না। তাই জীবন গঠনে অসাধারণ মর্মার্থের চমৎকার ভাবনা মনে উন্নত জীবন যাপনে সহজ লব্দে উচ্চমান চেতনা জাগ্রত মানব জাতিই প্রকৃত জন।