আটি বাঁধতে হয় ধান, পাট, সরিষা, ইক্ষু কেটে'
লাইনের পর লাইন ধরে ন‍্যায‍্য মূল‍্যে সদাই ক্রয়ে'
লিখবো  মন খুলে জ্ঞানালোয় ভরা স্বপ্ন ঠিকানা
কবিতা চরণের অপূর্ব সাধনের উদ্ভাসিত মনে।।


দেশের মানুষের কল‍্যাণে, সমাজ সচেতনতায়!
মন‍্যুষ‍্যত্ব বিকাশে! দেশ দ্রোহীতার পর-শ্রী-কাতরতার,
জ্ঞানহীন কর্মকান্ডের বিরুদ্ধে, নবজাগরণের ঐ'মনে!
সেই দীক্ষাতে আট লাইনের লিখবো কবিতা বস্তু নিষ্ঠা মনে।।
===×××===
===×××===
বাণী: মনের ভাব পুরাপুরি পূরণ হতে চায় না আট লাইনের কবিতা লেখাতে। তাই কবিতা লেখা বড় হয়ে যায়। যার ফলে অনেক জ্ঞানের কথা মনে পড়ে সমাজের মানুষের কল‍্যাণ কর ভাবনা কবিতা আকারে দ্বার করায়ে সমাজ সচেতনতায় কাজে আসতে পেরে নিজেকে ধন‍্য করা সহজ হয়।