কতশত কষ্ট করে জীবন চলে
কতশত আশা জাগায়ে ঐ'মনে
কতশত ভাবনাতে রয়ে মন গভীরে
কতশত মানুষের অবহেলা পেয়ে!!


ভাবনা গুলি কালে ভাদ্রে যেতে হারায়ে
কি যে জীবন মানুষের! এরই মাঝে চলা;
জীবন মানে সুন্দরের সফলতার অগ্রগামী!
জীবন মানে প্রতিকূলতার সাক্ষীর অপলক।।


কত জনের শতেক কথার ঝুঁড়িতে পুড়ে শুনতে
হয় জীবনে; প্রয়োজনে! অপ্রয়োজনে! এক মানুষ
হয়ে করে থাকে একে অপর মানুষের সাথে দ্বন্দ্ব;
শুধুই মানুষের জীবন চলে হতাশাতেই কেন?


অনেক আশা করেছি জীবনে হইবো মানুষের
মত মানুষ! যত বাঁধাই জীবনে আসুক না কেন?
সঠিক পথের দীক্ষাতে হতে পারি যেন ঈমানী
একজন মুসলিম জ্ঞান দীপ্তের হতাশা নয়! রই
একে অনন‍্যের অপূর্বের অসাধারণ প্রেরণার।।


তরাই উৎরাইয়ে অনেক কষ্টের কাঁঠ-খড়ি পুরায়ে
জীবনের মূল‍্য বোঝাতে মানবকেই উদ্ভাসিত মনে
চলমানে আশা নিরাশা! আশা কি আশাই রয়ে যাবে?
না-না-না! আশা কখনও হয় না নিরাশা!


সঠিক সময়ে সঠিক চেতনায় অগ্রসরে অর্জনের
দীপ্তের চরণে করতে পারলে প্রকৃত অর্জন! ঐ'সেই
সফলতা পেয়ে আশার আলো জানবে সেই জন।
সেই মনো বলেতে আশা কি আশাই রয়ে যাবে?


মানব জীবন নামক চেতনার কথা তবেই বুঝবে!
তা না হলে মিছামিছি আশা নিষ্ফল প্রচেষ্টাই রবে।
এসো পণ করি! করি সঠিক আশা! করি সঠিক কর্ম!
মানব জীবন নামক প্রকৃত দীপ্তমানের চলমান মনবলে;
আশা কখনও নিরাশা হবে না মানব জীবন নামটিতে।


রয় যদি মন খানাতে উদ্ভাসিত উদ্দীপনা থাকে যদি..
রুমানটিক ঐ'সেই তৃপ্ত রঙ্গিন স্বপ্ন সাধের মন-বাসনা!
কি করে হবে না সেই আশা পূরণ মানব জীবনের তরে;
যে সকল (যুবক-যুবতী) সেই সাধ পূরণে ব্যর্থ হবে তারাই
তো যৌবন থাকতে অযুবা! কি করা যাবে আশা তাই তো;
"আশা কি আশাই রয়ে যাবে" এই মানব জীবন নামটিতে।



===×××===
===×××===
বাণী: জীবনে ভালো কোন অর্জন করতে চাইলে অবশ‍্যই কঠোর পরিশ্রমের বিকল্প নেই। বিধায় ভাল কোন কিছুকে নিয়ে মুগ্ধতায় ভরে খুঁশির আশায় আলোকে জড়িয়ে ভোগের মন তৈরি করার পূর্বে  অর্জন করতে হবে ও পাশাপাশি যে ব‍্যক্তি ভোগ করবে, সেই ব‍্যক্তি অপেক্ষা করে গুছিয়ে নিয়ে ভোগের জন‍্যে শক্ত মনে তৈরী হতে হবে।এর পরে অনাবিল ভাবে ভোগ করতে কোনই বাঁধা আসবে না।।