আজ শরীরটা বেশ মন্দা
হঠাৎ করেই লাগছে অস্থিরতা
কেমন যেন ব‍্যথা ঘাড় মাথা
ধৈর্যধারণ কষ্টকর; কি উপায়?


হে আল্লাহ্ ভরসা একমাত্র
তুমি ছাড়া নেই কোনই উপায়।
সারাটি ক্ষণ; রাত্রী যাপন
অঘুম হৃদয় মন মাথা সংশ্বয়।


হয়তো বাঁচার সাধ শেষান্তে
কেউ কি কখনও জানতে পারি!
আমরা মানুষরা কখন মুত্যু হবে?
না কোন মতেই নয় এ'ভবে।


একটু রোগ হলেই বুঝি কেমন
মানুষ থাকে না কোন দিক;
ঠিক ঠিকানা এধরার বুকটিতে
তাই তো মানুষ হবে কল্যাণকামী।


নয়তো নয় কোনই ঝামেলা মনটি
উষার আলোক ছড়াবে হৃদয়।
পরিপাটি মন যত্ন প্রেত সুন্দর চেতনা
পরিশুদ্ধ হৃদয় টান মানুষ মনুষ্যত্ব।
×××××××××××××××××××××××××
বাণী: মানুষ যতই অর্জন করুক না কেন! বিধাতার সীমা রেখা অতিক্রম করার ক্ষমা কারো নেই এই ত্রি-ভূবণে। সকল ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ্ই।