এতো কষ্টের ঈদ' মনে জান যায় যায়
পবিত্র মাহে রমজানুল মুবারক মাস।
ধর্মীয় গাম্ভির্যে অনন‍্য শোভায় শোভিত
তিনটি স্তরে আস্তাদন সজ্জিত অমরত্ব।


মহান শিষ্ঠাচার মহিমাম্বিত ইবাদত মাস
এ'পবিত্র মাহে রমজানুল মুবারক দীক্ষা;
এমন সুন্দর আদর্শ শিক্ষা সংযমী যতন
মানবতা সকল মানবে ধনী-গরীব সম।


প্রত‍্যেকে আমরা একে অপরে সকলেই
একই সৃষ্টিকর্তার আকাশ-চন্দ্র ছায়াতে।
রহি মোরা ভালোবাসা আনন্দ সুখ-দুঃখ
বেদনা হাসি-খুশি ধর্মীয় চেতনা শোভা।


মহত্ব ভরা রজনী সময় মাস সফলতা
শুভকামনায় ধর্মীয় শিক্ষা আল্লাহ এক!
অদ্বিতীয় সবকিছুরই মালিক একমাত্র
আল্লাহ! রিজিকের মালিক জন্ম-মৃতুও।


সিয়াম সাধন পালনে একনিষ্ঠতা পর্ব
শেষান্তে কাজ-কর্ম পরিশুদ্ধতা প্রেত।
শত চেতনা মনটিতে আয়-রোজগার
যেমন কর্ম তেমনে দিয়েছো পেয়েছি।


জীবন চলা পরিবার-পরিজন নামমাত্র
যতই মানুষের আয় দাও না কেন কষ্ট'
পিছু ছাড়ে না কোন মতেই এ'ধরাতে
তারপরও তোমারই হুকুম পালন মন।


পকেটে কত টিকা থাকে সেটা নহে
বড় বিষয় পরিবার পরিজনে করব!
আনন্দ একসাথে পবিত্র ঈদ খুশির
জোয়ারে ভেসে দূর-দূরন্ত পারিতে।


আপন জনেদের সানিধ‍্যতা লাভে
শত কষ্ট শত চিন্তা কতভাবনা অর্থ
ভাল-মন্দ-সবই উপেক্ষা পর্ব যেতে
পথি মাঝে হায়রে বেদনা ভোগ ঈদ..


মুখোর মুখরিত মানুষ ছুটছে নিজস্ব
আপনালয় রাস্তাঘাট সড়ক মহাসড়ক
লোকে লোকারোণ‍্যে এতো জানজট
আকাশ খানা ভারী তীব্র যাত্রীজনতা।


দূ'ভোগে অতিষ্টতায় হায়রে প্রাণের
মানবতার জীবন আছান অবকাশের
পবিত্র ঈদ-উল-ফিতর-আনন্দ-খুশি!
মানব জীবন কোথায় সুখ হে আল্লাহ?


দেখ তোমার বান্দারা কত কষ্ট করে
যাচ্ছে তোমারই বিধান হুকুম পালন
ব্রত চেতনা মহান মানবতা শিষ্ঠাচার
অবনতে, সকলত‍্যাগ কবুল করিও।।


জীবন জীবিকা সমুন্নত রেখ মানবে
অভাব দিওনা তোমার বান্দাদেরকে।
কষ্ট করার তৌফিক দিও! দিও অন্ন'
জ্ঞান দিও; দিও সাম‍্য; দিও মান‍্যে।
*********************
বাণী: আল্লাহ মানুষের নিয়তের উপর, প্রচেষ্টা গুণের ভাল ও মন্দ সকল কিছুর ভাগীদার হন। অন‍্য কিছু নয়।