শত প্রতিকুলতার মাঝেও উচ্চ শিক্ষায় হয়েছি শিক্ষিত;
মানব সম্পদ বিভাগের উপর নিয়েছি ইংরেজী মাধ্যমে
পাবলিক, ন্যাশনাল ও প্রাইভেট ইউনির্ভাসিটি হতে
(মাস্টার্স, এমবিএ, এলএলবি ও পিজিডি ডিগ্রী
                         এবং
নিয়েছি দেশ বিদেশের কয়েকটি প্রফেশন্যাল কোর্স সনদ)
কর্মময় জীবনে পেয়েছি সততার সফলতা;
অর্জন করেছি জীবনের মূল্যবান সন্মান।
এইতো জীবনে সততার সফলতা
কে বলেছে জীবনে সততার কোন মূল্য নেই?
যারা মানুষের নিন্দা ও ক্ষতি করে,
তারা কি কখনও পেয়েছে আমার মতো;
এই মহান সন্মানের আসন?
আমি তো এরই জীবন্ত উদাহরণ
(সততা ও কর্তব্য নিষ্ঠার)।
তাইতো জীবন আমার স্বার্থক!
আপন জনদের প্রতি কৃতজ্ঞ আমি!
অবহেলিত হয়েও আজ
তাদেরই প্রশংসার দাবীদ্বার;
তাইতো আজ আমি জয়ী (সত্য নিষ্ঠার)!
আমি কভু আমার পিতা-মাতা,
ভাই-বোন ও আত্নীয়-স্বজনের জন্য
ব্যয় করিনী কোন অসৎ অর্থ-সম্পদ!
চাকুরী করেছি মাস শেষে নির্ধারিত যে মাসিক বেতন....
আমার কাছে নেই কোন অবৈধ অর্থ-কড়ি।
তারপরেও নিন্দুক ও মিথ্যাচারীরা মনে করে
আমার আছে বুঝি অবৈধ অর্থ-কড়ি।
আসলে আমি কখনো জানতে চাইনি
কোন অবৈধ আয়ের সন্ধ্যান কি?
আল্লাহ্ সত্য পথের সন্ধানে যা আমাকে দিয়েছেন;
তাহাই আমি প্রাপ্য হয়েছি জীবনের শুরু হতে অদ্যাবধী;
তাই আমি জয়ী এই সমাজের সকল প্রতিকুলতার মাঝেও!
যখন আমার দরকার ছিল সহযোগিতা ও সহানুভূতির,
যে সমাজ আমাকে করেনি কোন সহযোগিতা ও সহানুভূতি;
দেয়নি কভু অভয়; তারপরও আমি!
তাইতো এখন আমি সমাজকে দিচ্ছি, এটাই আমার সততা।
আমি সমাজের একজন সাধারণ মানুষ।
ভূমিকা রেখে আসছি সরকারের কোঁষাগারে।
===×××===
===×××===
বাণী : খালি হাতে জন্ম নেওয়া মানুষ গুলিই আমরা! একটি সময় জীবনের তড়াই উৎরায়ে কোন মতে যায় সময় চলে' সেই তরে উপযুক্ত বয়সে কেহ অর্জনে কৃমির হয় অর্থ কড়িতে। কেহ হয় কোন মতে চলে। কিন্তু বিধাতার এ কেমন চাওয়া পরপারে যেতে হয় খালি হাতেই। সেই জায়গাতেই আমরা মানব জাতি সৎ ভাবে জীবন-যাপন করার ক্ষেত্রে কোনই বিকল্পের মনভাব পোষণ করা কাম্য সঠিক নহে।।


তারিখ: ২৭/০৬/২০২০ইং, রোজ (শনিবার), সময়: বিকাল: ৫:৩৭ মিনিট।