আজ একুশে ফেব্রুয়ারী মহান
শহীদ দিবস ও আন্তজাতিক
মাতৃভাষা দিবস স্মরণীয় মেলা'
এই দিনটি স্মরণে রয় বাংলার
আপমোড় সকল স্তরের জনতা!


বাংলার আকাশ! বাতাস! নদী-
নালা, খাল-বিল, বৃক্ষ-লতা-পাতা,
সেই সাথে ধ্বনিত বাংলার স্বাধীনতা
লাভের পতাকা! কি যে অপরুপের
অনন্য শোভাতে শোভিত শত মায়ের;


সন্তানের রক্তের বিনিময়ে অর্জন এই
স্বীকৃত জাতি সংঘের আন্তজাতিক ভাবে
এই ভাষা বাংলারই আত্ন:স্বীকৃতিতে
স্বার্থকতা লাভে স্বাক্ষরের অমরত্ব পেল
সেই বীর শ্রেষ্ঠ বীরত্ব গাঁথা ভাষা সৈনিক'


(সালাম, বরকত, রফিক, শফিউর, জব্বার)।


আরো কতশত ছাত্র-জনতা ও আপমোড়ের।
আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো এই একুশে
ফেব্রুয়ারী! আমি কি ভুলিতে পারি! সেই
তো রয় যে সয়! যে সকল গুনিজনেদের রপ্তে'
দম্ভে; আত্ন:বিনিময়ে প্রচেষ্টার ফলে এই চেতনা!


আজকের জয়জয় কারের একাকারে ধ্বনিত'
বাংলার বাতাসের সুঘ্রাণে বাংলার ভাষা স্মরণে
দিলাম শপথেতে ঐ সকল বীরত্ব গাঁথা শহীদদের
সাথে একই গলেতে মাল্য পড়বো বলে সকলেই'
এক ও অভিন্নের সেই স্মরণে বাংলা ভাষার মর্যাদা।  


===×××===
বাণী : শত কষ্টার্জিত ও শ্রম বিনিময়ে যে অর্জন অর্জিত হয়! যাদের বিনিময়ে অর্জন' ত্যাগ তাদের যতই থাকুক না কেন! তারা কিন্তু ভোগ করে না; ভোগ করে থাকে প্রজন্মরা। তাই দীক্ষাতে দ্বীপ্তমানে জাগ্রত থেকে স্মরণীয় কাজ চলমান রাখার অপর নামই হল অর্জন অটুট থাকা।।