বাংলার অপরূপ শোভায় লালিত আমরা
এই বাংলারই সার্বভৌমত্বের বুকেই ঠাঁই যে মোরা মানুষের!!


কি সুন্দর আমাদের এই দেশ বাংলার অপরুপ
এই বাংলার শুভাসে অনুপ্রাণিত আমরা মানুষেরা।।


এই দেশের বাংলা মায়ের অস্তিত্বে যেমন আমরা
নারী-পূরুষেরা জন্ম এই বাংলায়!!


এই বাংলার দিপ্তময়ী মায়াময় নারীতে
হয় যে জন্ম মানব সন্তানেরা ধরিত্রী পায় এই বাংলায়।।


এই বাংলার প্রকৃতির নীলায় বসবাস করে আরও
বাংলার পশু-পাখি কত যে নাম না জানা বণ‍্য-প্রাণী।।


এই বাংলার বুকেই রয়েছে প্রকৃতির বিশাল নীলা-ভূমি
পাই যে এই নীলা-ভূমির অস্তিত্ব যা পাণি-জগতের কল‍্যাণ কর।।


এই বাংলাতে যেমনি রয়েছে এক ঝাঁক জন-সমষ্টি
এই অধরায়েই ঠাঁই রয় যে মুখোরিত সকল প্রাণি কূলের।।


এই বাংলা হতে আমরা মানবরা কি নেই?
এই বাংলা হতে আর দিতে পেরেছি কি?


স্বার্থক জীবন যেখানে এই বাংলায়
যেমনে করবো গ্রহণ তেমনে রাখবো স্বার্থকতা এই বাংলার।।


বাংলা যৌবনে সাথী আমরা মানুষরা
সকল বয়সের হবো সাথী এই বাংলার।।


এসো গো বন্ধু এসো হও সাথী চলো যাই বাংলায়
সকল স্বপ্ন স্বাদ ও চেতনায় নিজেদের কে গড়ে তুলি এই বাংলার আপন আঙ্গিনায়।।


বাণী : অ-পাত্রে কোন দান-ই শ্রেয় নহে।।