এই বাংলার আকাশ বাতাস
সবুজের সমারোহের  এই বাংলাদেশ
প্রাকৃতিক সম্ভাবনার বাংলাদেশ
প্রকৃতির নীলা ভূমির এই দেশ।।


নদী মাতৃক এই বাংলাদেশ
আ-হা-আ-কি সুস্বাদু এই বাংলার
নদ-নদীর রুই, কাতলা ও অন‍্যান‍্য দেশীয়
আরও রয়েছে এই বাংলার জাতীয় হিলিশা ফিসে।।


এই বাংলার স্বার্থকতায় স্বাক্ষর রেখেছে ঐ মাছটি যে
অপর পশ্চিম বাংলা থেকে শুরু করে দেশ-বিদেশে
বাণিজ‍্যিক ভাবে রপ্তানী আয়েও অবদানে রুপক বাংলার
বাংলার এই মাছের ইংরেজী আভিধানিক নাম রয়েছে
যাহা বিশ্ব জানে ন‍্যাশনাল হিলিশা ফিস মনে ও প্রাণে।।


বাংলার এই মাছে লাস‍্যময়ী লালায়িত সকল ভাষা-ভাসিকে
হার মানায়েছে এ কথা অস্বীকার করতে পারবে না
কোন ভোজন রসিক মানুষ আমরা সকলে
একটি সামাণ‍্য মাছ যদি এই বাংলার স্বার্থকতায় অবদান রাখতে পারে;


তবে কেন আমরা এই বাংলারই মানুষ হয়ে
বাংলাকে প্রাণ ভরে অলংকৃত করতে পারবো না
বাংলার একজন যোগ‍্য সন্তান হয়ে
এই বাংলার দেশ মাতৃকার স্বার্থকতায় হবে না কেন
সকল দেশের মাঝে পরিচিত অবদানে এই বাংলার।।


এই বাংলারই কৃতি সুযোগ‍্য সন্তানেরা
আজ বিশ্ব দরবারে, জ্ঞান-বিজ্ঞানে, বিশ্ব-পার্লামেন্টে,
ইতিহাসে, কবিতা ও সাহিত‍্যে এবং রম‍্যরচনাসহ উপন‍্যাসে
বাংলার অবদানে এক স্বার্থকতায় অনন‍্য পরিচয়
বহনে এই বাংলারই বীর কৃত সন্তানেরাই।


এই অবদান অপরুপ বাংলারই স্বার্থকতা।।।


***********************
বাণী : মানুষকে উপকার করা ভাল;তবে প্রাপ্তির জন‍্য বোকামী।