বাংলার বিল বিষয়ে লিখতে কবিতা
বিষয় দেখেই মনে করিয়ে দিলেন প্রিয়
মানসকাব‍্য পরিষদ এর সম্মানিত কবি
পরিচালক পর্ষদ ছোট্ট বেলাকার স্মৃতি।


দল বেঁধে যেতাম মোরা গাঁয়েরই বিলে
কত হাসি-খুঁশি মাতোয়া ছিলাম মেতে
বর্ষার মৌসুমে যেতাম ছুটে বিল ধারে
গামছায় ছেঁকে ধরতাম মাছ খুঁশিতে।


পরানপুর গ্রামটির কলসগাড়া নাম
করণ বিলটি যেন অত্র গ্রাম-মানুষ!
সকল পরিচিত দূর হতে এক ডাক
অনেক সুষম মাছ রয় বিল-মাঝে।


কত শ্রম-জীবি মানুষ পেশাদা'র
জেলে মাছ স্বীকারে জীবিকার্থে
পরিবার-পরিজন নির্ভরশীলতা
বাংলার বিল যেন গর্ব গ্রামখানা।