বিবাহ মানে সুজলা-সুফলার একক মন
পাত্র-পাত্রী উপযুক্ত রম‍্য রস চরণ ভাব।
অপূর্ব রচনা সৃষ্টতার অনন‍্য জ্ঞান ভাবনা
সাঁজাতে সংসার মন বিবাহের পাত্র হ্নদ।


সঞ্চিত ধন-রত্ন ছাড়া কমই পাত্ররা পায়
সংসার নামক শান্তির সুখ-ঠিকানা পাত্রী!
পাত্রী একটু ব্যতিক্রম হলেই সহজে কি
নিতে চায় পাত্রের অভাব-অনাটন এ'ধরা?


পাত্রীদের বাড়িতে থাকলে একটু সুখে
ঐ'পাত্রী তো সইতে পারে না স্বামী হতে
কষ্টের কোনই কথা। এটা নাই ওটা নাই;
এমন সকল বাহানা করেই বলে কি যে
জীবন!


এই নাকি স্বামী সংসার বিবাহ ঠিকানা?
ছোট করা কথা শোনা; কি যে উপায়;
বলার কিছু থাকে না; কাকে বলবে তা
ভেবে পাওয়া যায় না কূল কিনারা ঠাঁই।


তখনই বেশ মনে পড়ে কিসেরই লাগি
করেছি বিবাহ যৌবন জ্বালা মিটাতে কি
আজ হচ্ছে হাল-হরিকত; সবই যেন মিছা!
নেই কোথাও যে মানবতা মানদন্ড সম্মান।


সকল মানুষ বলে মেয়েরা হল মা'জাতি
প্রকৃত কথা কি তাই বলে ধৈর্যের রহে
অবগতিও বটে। পরুষ চোখের লোভনীয়
মেয়েরা যেন হুরপরী কল্প রাজ্য-কন্যা।


সেই মনে বলা কথাতেই চলন চল সবই
করতে যৌবন রঙ্গিন ঠিকানাতে স্বপ্নবাজ!
এক অনন্য শোভাতে ভরা প্রেম কাহিনীর
আসল কথা হল বিবাহ করা মান অর্জনে।
××××××××××××××××××××××××
বাণী: একটি পরিবার গঠন মানে মানুষ হিসাবে এক অনন্য সৃন্দর জীবনের মূল্যায়ন ঘটানো। যা অবশ্যই সভ্যতা বজায় রেখে। নয়তো অবচেতন মন নিয়েই চলা ছাড়া আর কিছুই নয়।