মানুষ পান করে অন্ন
সেই মানুষই অন্ন চোর!
ভারী চমৎকার বাক্যত্ব
মানুষের গর্ভে মানুষ সৃষ্টি।


সেই মানুষই এক সময়
করে অনাচার-ব্যভিচার।
সৃষ্টি করে ক্লোহ বিভেদ
হায়রে মানুষ সব আমরা।


বিবাহের পাত্রকে কেমনে
বলবে মিথ্যা গোপন কথা?
সেই মিথ্যাচার পাত্র-পাত্রী
কেমন করব ভবিষ্যৎ সংসার?


ওদের পেটে সন্তান এলে
সেই সন্তান যখন জানবে
ওরা পিতা-মাতা কেমন?
তখন কেমনে দিবে উত্তর?


বাবা-মা যেমন; তেমনেই
চলবে জবাব হীন প্রাণ রয়!
থাকতেও প্রাণ হীন মানুষে
হায়রে মানব জাতি সভ্যতা?


এমন জীবনের আশা নয়!
মানুষ হবে প্রকৃত মনুষ্যত্ব'
ধর্ম-কর্ম-জ্ঞান-লব্দ-অপূর্ব
স্বচ্ছতা-অপরূপ-শোভায়।


সেই সকল পাত্র-পাত্রীদের
পবিত্র মনটি নিয়েই জীবন!
ঐ'মন পবিত্রতায় চল বিবাহ
পাত্র-পাত্রী হবে অবিচল বাস।


তবেই মূল্যবোধ জাগ্রত সম
সকল সেরা কর্ম এ'ধরাতেই।
যোগ্য যোগ-বিয়োগ প্রথাতে
আনবে সুখ-শান্তি দাম্পত্ততা।
××××××××××××××××××××××××
বাণী: মানব জীবন মানেই কষ্টকর জীবন। সেই কষ্ট যেন প্রকৃত কর্মঠ' কষ্টকর জীবন লাভে ধন্যতা পেয়ে একজন (নারী-পুরুষ) প্রকৃত জীবনের সাধ লাভ করতে পারে। অণুপম চরিত্র গঠন ও সদা সত্যের পূজারীরাই স্বর্গবাস প্রেম অনন্য পরিবেশ লাভে ধন্যতা পায়। অন্যথায় মিছা জীবন চল ছাড়া আর কিছুই নয়।