বিবাহের পাত্র কেমন হবে
তা জানতে হবে পাত্রকেই।
পাত্র হবে আয় রোজগারে
কর্মঠো সেরার যোগ্য জন।


গড়বে জীবনের সুযোগ্যতা
রহমত ভরা আল্লাহর ভরসা।
সেই সেবামন অনন্য মননে
জাগ্রত সংসার ধর্ম অপূর্বতা।


একটি মেয়ে বউ সাঁজ বেশে
আনবে ঘরে অতুলনীয় মধুর!
স্বপ্নবাজ যৌবন তবেই পাবে
একটি অনন্য মনন অসাধারণ।


সভ্যতা জাগবে একক ভাবনা
সুজলা সুফলা উষার আলোর।
অর্থ ছাড়া হয় না কোনই প্রেম
ভালোবাসা পাত্র-পাত্রী যোগে।


তাই তো বিবাহের পাত্র যেন
পেতে পারে সভ্যতার চরণে।
কমবেশী সম্পদ অবশ্যই রয়
কোষাগাড়ে একটি পাত্র ঘরে।


কেউ মনে কষ্ট নিবেন না পাত্র
যৌবন যোয়ার যেমন অপূর্বের
অসাধারণ বংশধর গঠনে স্বার্থক
তেমনি একটি পরিবার ধ্বংসে.


অর্থাভাবে মন্দে জড়িত হচ্ছে
বিভিন্ন অসামাজিক কর্মকান্ডে।
তাই তো বলি সম্পদ ও সন্তান
বিবাহের চমৎকার মাধ্যম স্বমত!
××××××××××××××××××××××
বাণী: সম্পদ ও সন্তান দরকার আছে; সমাজ গঠন, দেশ রক্ষায়, ও নিজস্ব সম্পত্তিতে অংশীদারত্বের এক সুন্দর বৈধতার মাধ্যম মাত্র। আর যে সকল মানুষের সম্পদ নেই, সেই সকল মানুষেরা কি শুধু বিবাহ ও সন্তান জন্ম দিবে অভিশপ্ত জীবনের তাগিদে? তা হয় না। বিধাতার দরবারে আমার আকুল আবেদন, এই ধরণের মানুষদের যে বাস্তবতার অপকর্ম ও অসহায়ত্বের স্বীকারে অন্যায় অসৎ কাজে জড়িত হয়ে মানুষ মানুষকেই করছে ক্ষতিগ্রহস্ত। সেই ক্ষেত্রে দরকার মানব শিশুর জন্মের একটি শর্ত তৈরি করা। ওদের জন্মের নিরাপত্তা মূলক সরকার কর্তুক ব্যবস্থা নেওয়া। তবেই ঝড়ে পড়া পথ অভাবী শিশুরা সমাজে অবহেলায় বড় হবে না। অপর দিকে একটি শিশুর জন্ম দাতা-দাত্রীদের সচেতনতা অবলম্বন করা। কারণ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ।
চলমান..