মানুষ বড়ই আজব!
মুখে বলি আমি ভাল;
নেই তুলনা অন্যের
এ'জগৎ তটে ঐ'পারেও।


মানুষ মানুষের জন্যেই
কত রকম মানুষ!
মানুষ চেনা বড়ই কঠিক
কখন যে কি করেন।


সেই কান্ড বুঝা দায়
একদিন সকাল বেলা
খুব ভোরে দেখা মুরব্বি
ডাকে সকলে ঘটকমাশাই।


বলেন অমক জেলায় অমক
খুব নামকরা ভাল পরিবার।
তা বেশতো প্রকৃত ভাল কি?
বাচাল ঘটকমশাই কহে হ!


গেলে চল যাই; জলদি কর;
হাতে সময় নেই' এমন মেয়ে
পরিবার পাওয়া বডই অভাব।
মেয়ের বাবা সরকারী অফিসার।


প্রত্যেকেই শিক্ষিত ও নম্রভদ্র
তুলনা হয় না তাদের সাথে।
হাজারে একটি পরিবার ঐ'মহল্লা
গেলাম কেমন নামের নামক?


পৌঁচ্ছালাম পাত্র হিসাবে পাত্রী
বাড়িতে। পরিচয় পর্ব দেখা-শোনা।
কতকথাই না হল হাট-বাজার দর।
শেষে আসে মেয়ের মা এ'বেশ..


অনেক মজার কথা বললেন তিনি
উনার মেয়ে খুবই ভাল নমুভদ্র!
হয় না তুলনা অপর দশটি মেয়ের
কি যে ভাল; বড়দের সামনে যায় না।


মাথার কাপড় ফেলে না, সব সময়
মাথা  নিচু করেই কথা বলেন।
এমন মেয়ে যে পরিবারে পাবে
সেই পরিবার ধন্য হবে অসাধারণ।


এমন সব আজগবি কথা গল্প-স্বপ্ল
যার তুলনা হয় না। ময়ের মায়ের
গল্পও বেশ বেসামাল অরসিকের।
নেই মুখে মিষ্টতা; তারপরও কথা।


সন্দেহ জাগে' আসলে মেয়ের মা
যে এমন সব ভূয়সী প্রশংসায় পঞ্চ
মুখ। আসলে রহস্য বলে যে কথা।
পাত্র পক্ষ বলি আজ তবে আসি।
×××××××××××××××××××××××××××
বাণী: যার দোষ বেশি। তারাই না বেশি ভাল সাঁজার পাঁয়তারাতে আরো অপরাধ করতে থাকে। যা কখনও ঐ'সকল লোকেরা সঠিক পথের সন্ধ্যান পায় না। তারা দিক হারা পাখির মতই দিশেহারা জীবন চলনে নিজ বলতে কিছুর সেই সকল লোকদের থাকে না।