কত কথা শত চেতনা বোধ জাগ্রত
অবচেতন মানুষ গুলি জাগ্রত রয়!
কেমন করে জাগাবে সেই সকল?
যারা জেগে থেকে ঘুমায় সবজান্তা!


সত্য-নিষ্ঠার বুলি শেষ হয় তাদের
প্রকৃতই তাদের নকলে ভরা আত্মা!
প্রাণের মায়া রয় যার তারা সঠিক
সত্যের পথচলা্ অসাধারণ মানুষ।


হোক বিবাহ পর্ব গল্প আর অন্য
সবই সর্বত্র জাতি সমতা মর্মভেদ
কোন লুকচুরি নয় মানুষ মানুষে
সহজেই অতি মহত্ত্ব আপন জ্ঞান।


সেই মনটি নিয়ে ভালকে ভালই
মন্দকে মন্দই সমাদর সমতায়।
মন্দে মন্দচল; ভালতে ভালোর
তবেই না জগত মিলন সেরাচল।


অতিমহৎ মায়া কাননে অপরাধ
যারাই লুকায়, তারাই পস্তায়।
তাতে নেই কোনই সন্দেহ হৃদ
এমন করেই অপরাধ ভারী হয়।


মানুষ মানুষেরই হতে সমাজে
সমাজ তাই তো হয় কলংঙ্কিত!
বলে সমাজ ওরে মানুষ তোকে
নিয়েই তৈরি আমাকে আর এই!


সন্তান নিয়ে রহে যদি ভাবনা মন
পিতা-মাতা সমতায় রয় গড়মিল।
সন্তানেরা দেখে; কষ্টপায় মনটিতে
ওরা মাছুম; ওরা অবুঝ; আবেগী।


সকল জগৎ ওদের হয় আপনত্বের
তাই ওরা ওসব ভাবনা বোঝো না।
চায় না ভাবতে জগতে কে কেমন?
তাই ওদের জগতটাকে নিজ ভাবে।


সেই মনে রেখাপাত অঙ্কিত হলেই
বুঝ মানতে চায় না পিতা-মাতাতে।
একটি ছেলে-মেয়ে যেন যোগ্য সম
মনটিতে পবিত্রতা রাখবে নিজস্বতা।


দেখবে পরিবার-পরিজন সকল হতে
তাই তো শিখবে জীবনবোধ সম্পূর্ণ
হয় যেন উপযুক্ত শিক্ষার আলোতেই
কর্ম-ধর্ম-বিবাহ-সংসার প্রজন্ম এ'ধরা।
×××××××××××××××××××××××××
বাণী: জীবনের যত স্বপ্নই মানুষ দেখুক না কেন! সত্য-নিষ্ঠার স্বপ্ন অঙ্কনে কঠোর পরিশ্রম দ্বারা সফলতা অর্জন করতে না পারলে। সেই সকল স্বপ্ন অবান্তর ছাড়া আর কিছুই নয়। হোক সে বিবাহিত জীবন আর অবিবাহিত জীবনের মানুষ নামক প্রাণি ছাড়া আর ভাবনা নয় মানুষ চেতনার।