সুন্দর জীবনের প্রত্যাশায় মানুষ সুন্দর জীবন গড়বে
সেই প্রত্যয় নিয়েই ধীর মনবল একটি মনটিকে স্থির।
জ্ঞানের আলো প্রবেশ করাবে আত্মা হৃদয়ে প্রশস্তে
আমি দাবি করবো তখনই যখন হবো প্রকৃত যুবক!


সেই চলন চাল বলন রূপ যৌবন যোগাবে আশা
বাঁধবে ঘর; ঘররূপ আবাসন সাঁজ-সজ্জ্বার নকশা।
রান্না ঘর হবে যেন রমণী অনুকূলে ভরপুর মনটি
নয়ন জুরাবে দেখতেই নতুন রমণী হরিণী দু'চোখ।


বিবাহিত জীবন হবে মধুময় হাসি-খুঁশি কল্যাণে
থাকবে যেন সুখ-শান্তিরই সুখ অনুভূতিতে ভরা।
কর্মে চঞ্চলতার উষা প্রাণের হৃদয় আস্তাতেরই
ভবিষ্যৎ মুক্ত পরিকল্পনা জগত সেরার শিখর।


এমন ভাবে করলে চিন্তা মানুষ যৌবন-যৌবনা
বিবাহিত যুবক যুবতীরা কখনও হবে না মন্দার
অর্থ-কষ্টের ভরা মন জীবন যাপিত দুঃখ আত্মার
সেই কথাটিই বলছি বিবাহিত পাত্র-পাত্রী শোন।
×××××××××××××××××××××××××
বাণী: মহত্ত্বতার সঠিক জীবন ভাবনা তখনই শতভাগ আশা করতে পারে মানুষ। যখন একটি মানুষ তাকে গড়তে জানে; তখনই সেই মানুষ হবে এক অনন্য বিবাহের পাত্র উপযুক্ত জন।।