পাত্র যখন যোগ্য হয়
সেই মনই হয় প্রেমি।
ধর্ম জ্ঞান শুদ্ধতা ভরা
অপূর্ব সুউচ্চমান সত্য!


হৃদয়-মন-প্রাণ-সভ্যে
স্থিরতা ভরা আপনত্বে।
জাগাবে সমতা নয়নে
জাগবে মানবতা মনটি।


সেই মনে আসবে প্রেম
আশা যোগাবে হৃদয়ে।
বলবে মন কথা একক
সত্ত্বার অবুঝ প্রেমভরা।


বাসতে ভালো বিবাহ
জীবন সাধের প্রকাশ।
সেই মন-প্রাণ-আত্মা
এক সাথে এক স্পর্শ!


দু'টি জীবন হয় যেন
কতটা আপন অপেক্ষিত!
যৌবন সুফলা জমিন
আশার আলো জ্বালাতে।


সুকল্পের সুন্দর জীবন
পায় যেন ঠাঁই এ'জগত।
সুখী জীবন মান যাপিত
বিবাহ মন রইবে একত্রে।


অনুপম সুফলা সুকর্মে
গড়তে পারলে তেমনে!
সেই জীবন মান যৌবন
পাবে সুখ ঠিকানা ভবে।
××××××××××××××××××
বাণী: সুন্দর গোঁছানো জীবনের সুউচ্চমান চেতনা ছাড়া যুবক-যুবর্তীদের বিবাহিত দাম্পত্ত্ব জীবন সুখের হয় না।।