এমন একটি ঘর বানাই
করি যেন আয়-রোজগার!
সেই মনে চলি যেন বেশ
অনন্য মনোবল ভাবনাতে।


শত কোটি হাজার হাজার
প্রেমের সৌরভ ফুঁটাবে মন।
জাগ্রত যৌবন বিবাহ পাত্রে
আনবে চাইবে রমণী ঘরে।


শুভকামনা যৌবনের চাওয়া
হয় যেন সেই মনটি জীবনে।
যতই আসুক না কেনই ঝুঁকি
গড়ব জীবনমান যোগ্য পাত্র।


রইবে না বিবাহের পাত্র হতে
এমন কেউ অপূর্বতা নয়নেতে।
হৃদয়ের চাওয়া-পাওয়া-সবই
এক অসাধারণ সততা প্রাণে।


যেখানে থাকবে না সংকোচ
রইবে না তেমন কোন জটলা।
সেই মনটি করবে তৈরি তবেই
জ্বালাতে পারবে মনেতে বিবাহ।


শখ সাধের আচার অন্য রকম
প্রেমের অনুভূতির চমৎকার সুখ!
তাই তো বলি ওহে বিবাহ পাত্র
তৈরিতে সুজলা-সুফলা সাবলম্বী।


দেখবে চমৎকার জীবনের সুখী
তুমিই অনুভব করবে আপনত্বে।
তেমন করে না সাঁজলে হবে লস
তোমারই বিবাহিত জীবনটিতে।
××××××××××××××××××××××××
বাণী: বিবাহিত জীবন খুবই সুন্দর। এমন জীবনের তুলনা হয় না অন্য কোন কিছুরই সাথে। সেই জীবনে কর্মঠ না হয়ে যৌবন যন্ত্রনার বোকা ভোগ যৌন্য মিলনে সুখ-খোঁজার আশায় বিবাহ বন্ধনে আবদ্ধ হলে বিবাহ নামক জীবনটিতে কোন সুখতো পাবেই না। বরং সারাটি জীবন অসহায়ত্ব জীবনের গ্লানি সইতে সইতে শেষ হয়ে যাবে। যা একজন বিবাহিত সুন্দর পরিবার গড়ার ক্ষেত্রে অন্তরায়।