এমনই এক সময় তেইশ বৎসরের যুবক
পড়া-লেখা শেষে উচ্চমান স্বভাব মনটি!
পেতে পারে এক অতিসাধারণ জীবনমান
এখন একটিই আশা ছাত্র জীবন প্রাপ্যতা।


কর্ম জীবনমানের মননে শুভ-সূচনা হৃদ
আশা জাগা কাঙ্খিত চাওয়া চাকুরী আত্ম!
সকল চেতনা ব্রত: প্রেম ভরা সুমন সত্য
একটি যোগ্য যৌবনের যুবক তাই আশা।


সেই মন প্রাণ নয়ন আত্মা হৃদয় অন্তধাম
সবই পূরণে পূর্ণতা পায় শত কষ্টের জীবন।
সেই জীবন হল কর্মের সন্ধ্যান পেতে মন
হতাশা নয় যেন পড়া-লেখা শেষে অধিকার।


এই দেশ একজন যুবক-যুবতীদের স্বপ্নের
সেই স্বপ্নের বিভোরতা মনটিতে অঙ্কিতসম!
বাঁচার অধিকার মানে দু'টি রুটি খেয়ে বাঁচা
সেই খাদ্যের সন্ধ্যানই হল আয় সুগমন পথ।


একজন যুবক-যুবতী তখনই সভ্যতা পায়
সেই রকম চেতনা মনটিতে জাতি ভাবনা।
রইবে সবার মাঝে শোভা জাগানো ভরসা
উজ্জ্বল প্রশস্ত বুকটি যেন বলে কথা মূল্য।


হতে পারে একজন দেশ সুনাগরিক মানুষ
সেই মনটি পেতে হয় জাতিগত সাম্যতা।
যৌবন জোঁয়ারের আশা-ভরসা প্রেম-শোভা
বিবাহ চেতনা অর্থ জস তেইশের অগ্রজতা।
×××××××××××××××××××××××××××
বাণী: সুন্দর মন; সুন্দর হৃদয়; সুন্দর সমতা; সুন্দর জীবনবোধ; সুন্দর ও অনুপম আশা; আদর্শতা প্রেম; সবই যেন এক অপূর্ব জ্ঞান সাধনা মানুষের জন্যেই অপেক্ষিত মূল্যবোধ যৌবন উপভোগ্য সানিধ্যতা লাভে আশা জাগানো মানুষ। সেই জীবনই তেইশ পদার্পণ যুবকেরাই কেবলমাত্র উপভোগ্যের যোগ্য। সুন্দর আলোকময় এক সভ্যতার পরিচয়ে গঠিত মনুষ্য বিবাহ যোগ্য যৌবন। অন্যথায় অলীক যৌবন জীবন অবচেতনা ছাড়া আর কিছুই নয়।