এখন অপূর্ব সুন্দর সময়
বয়স চব্বিশ তা বেশ তো!
সবে পড়া-লেখা শেষ হল
কর্মে করলে প্রবেশ মনটি।


করলে কর্ম অর্জন সেরাজন
বেতন-ভাতা বৃদ্ধি পাবে।
সম্মান জস খ্যাতি সুনামটি
ছড়াবে পরিবারসহ সর্বত্র।


দু'চারটি বৎসর একনিষ্ঠায়
মনটি হতে করবে কাজকর্ম।
মনোযোগ অসাধারণ কর্মীতে
হইবে সফল বিভাগীয় কাজ।


আসবে সফলতা বিভাগীয়
উপরোস্ত কর্মকর্তা সবিনয়।
দেখবে বেশ প্রশস্তের প্রশান্তি
হৃদয় মন আত্মা প্রাণ আতস্ত।


অর্জিত অর্থ করবে সদ্-ব্যবহার
পিতা-মাতা-ভাই-বোন-আত্মীয়!
অসহায়-মসজিদ-মাদ্রাসা-এতিম
সকলকে সহযোগিতা করেও জয়ী।


বিজয়ের মাল্য পড়বে তুমি কর্মে
হতে পারবে সেরাজন এ'সমাজ।
তুমি হাসবে; হাসাবে পরিবারসহ
এই সমাজকে গুণি কর্মময় জীবন।


বয়স যে চব্বিশ যৌবন যুবকেরা
যৌবনের যুবকেরাই এ'দেশেরই'
সুজলা-সুফলা-শস্য-শ্যামলা-রম্য
সময়ের কাজ সময়ে করা উত্তম।
××××××××××××××××××××××××××××××
বাণী: সময়ের কাজ সময় মতন করতে না পারলে একজন যুবক যতই যৌবন জোয়ারে উতাল-পাতাল করুক না কেন, প্রকৃত পক্ষে সময় মত উত্তম কর্মটি খুঁজে পায় না। যা সেই সকল লোকগুলির জন্যে কষ্ট সাধ্য। তারা কখনও সুন্দর জীবনের সাধ খুঁজে পায় না।