বিবাহ পর্ব এমন একটি পরিবার বন্ধন
আচার-অনুষ্ঠান। সত‍্য অতুলনীয় বন্ধন।
সংসার নামক একান্ত আপন প্রেম মহত্ত্ব
অজানা জানা এক অপর নেই যে তুলনা।


সেই জীবনে বিবাহ পাত্র-পাত্রী অনন‍্যের
অপরূপ শোভার জাগ্রত জাতি সত্ত্বা রূপ।
এমন মিলন মেলা সেরা এই জগৎ খানা
মহৎ অসাধারণ সুস্পষ্ট চমৎকার নিদর্শন।


এমন একটি জীবনই চায় মানুষ বিবাহিত
সেই মন-প্রাণ-আস্তাদন অনন্য জীবনমান।
বৈবাহিক সুসম্পর্কের একক সাধে ভরপুর
সংসার হবে মধুময় আপন আপনত্ব মহত্ত্ব।


যাপিত জীবন হবে স্বচ্ছতায় ভরা সুন্দরে
আসবে সুখ-শান্তি দাম্পত্ত ক্লেশ মুক্তবাস।
সেই জীবনের আশায় বিধাতা মানুষ কাম্য
পবিত্র কোরআন ও হাদিস শরীফে লিপিবদ্ধ।


কেন মানুষ অধৈর্যশীল চরণ নয় মুক্তমন!
সেই জন্যই মানব জীবন অপরিপক্ষ জন
বিবাহিত জীবনটিতে আসে না সুখ-শান্তি
কেন এমন হবে যে যৌবন সুখ চায় তুপ্ত?
××××××××××××××××××××××××××
বাণী: বিবাহিত জীবনে সুখ-কামনাতে ছেলে-মেয়ে উভয়কেই যোগ্য হতে হবে। প্রকৃত মানুষ হওয়ার প্রত্যয় নিজ হতেই নিজেদের মাঝে তৈরি করতে হবে। আর সেই মোতাবেক কর্ম করতে হবে। তবেই মানুষ যোগ্য ও যোগ্যমান সুখ-শান্তি তৃপ্ততা লাভে ধন্য হতে পাবে। অন্যথায় দুঃখ হতাশা ও আহাজারী মন নিয়েই বিবাহ হতাশা জীবন অতিবাহিত করা ছাড়া আর কিছুই নয়।