এই দেশ; এমনই একটি দেশ!
পিতা-মাতা-ভাই-বোন-আত্মীয়
স্বজন আপনেরা সকলেই এমন
কাকে বলবে কি বলবে কে কার?


সংসার ধর্মের অপূর্ব সূধা গাঁথুনি
আদর্শ কথামালার সুনিদির্ষ্ট অঙ্কন!
রেখাপাত করণীয় বরণীয় নিদর্শন
মানুষ আমরা ধর্ম নিয়ে বলি কথা।


বড়াই করি ধর্মের খুবই গুরুচন্ডালী
হয় না তুলনা তাঁর মতন অন্য কেহ!
সেই চেতনাতে চলে পথ দিকহারায়
এ যেন অসভ্যের অসত্য বেড়াজ্বাল।


ধর্ম বিধান নির্দেশে কি আছে, করছি
আমরা মানুষ নাম পশুভিত্তির দল?
ধর্মে বলা রয় শোন মানুষ যদি হও'
তবে প্রকৃত পক্ষে নিজকে জানতে..


ধর্ম জ্ঞান শিষ্ঠাচার জীবনটি গড়তে
কর্ম-দক্ষতা মননে সভ্যতা ছড়াতেই
মানব জীবনের আর্বিভাব এ'ধরাতে
সেই মন-মানুষিকতা নিয়েই চলবে..


যে সকল মানুষ আমরা;সেই সকল
মানুষেরাই উত্তমের অনন্য শোভার।
যৌবন-যন্ত্রণা দিবে দেখে যুব-যুবার
সেই যৌবন-যন্ত্রণাতেই সুখভোগ শখ..


পূরণে করবে কর্ম সঠিক ভাবে অর্থ
উপার্জনে মনোযোগী তহবিল সংগ্রহ!
এমন করেই ধীরে ধীরে একটু একটু
সঞ্চয় মনবল বৃদ্ধিতে মনে হবে যোগ্য!


আমি বিবাহের পাত্র! আনবো ঘরটিকে
আলোকিত করতে রমাঞ্চ রম্য রসভরা!
সুন্দর যৌবন ফুসরাত সরাই সুমিষ্ট পান
স্বামী-স্ত্রী যৌবন পিপাসিত একই জগৎ!


থাকবে না তেমন কোনই অভাব-লোভ
হতাশা-প্রেম-মায়া-কানন-অন্ন যন্ত্রনার।
যে সকল যৌবনেরা কর্ম বিহীন মিটাতে
মরুয়া কোথাও গেলে পাবো কোন মেয়ে


গার্ডিয়ান হতে দু'টাকা যৌতুক দায়-সার
বিবাহ্ নামে ভিক্ষা লোভ; না বুঝি ঐ'অর্থ
পেয়েই করবে ব্যবসা-কারবারী-বিদেশে
পাড়ি। তাহলে বলি কি করে হই আমরা..


প্রকৃতই বিবাহের পাত্র এই সমাজ তটে?
আসলে কতজন রই সত্যই সঠিক যৌবন
বিবাহ্ উপযুক্ত পাত্র-পাত্রী সঠিকতা মূল্য
কেমন করে হয় অনন্য অসাধারণ সুউচ্চ?
লোকমুখে আমি বেশতো বিবাহের পাত্র।
*******************************


বাণী: কর্ম ও সম্পদহীন অপদার্থদের বিবাহের পাত্র-পাত্রী হওয়া একদম বোকামী ছাড়া আর কিছুই নয়।