এক দিন ভেবে ছিলাম ঐ মনে
দেশ জয় করে যেতে চাহে প্রাণ
অপূর্ব মননের দীর্ঘি জয়ীর তরে
জীবনের যৌবন চেতনার সত্ত্বায়।
মনে হয় নিজের দেশে কর্ম করলে
লজ্জা লাগে মাথা কাঁটা পড়ে অন‍্য
জন বন্ধু বান্ধবের হতে! আরে মানুষ
সকলে' তাই তো সেই ভাবনাতে রয়।


আমিও তো ঐমনে যত কষ্ট করি ভাবি'
এই দেশে কি আয় করি? সেই রোজগারে
হতে চায় না ইচ্ছা পূরণ রয়ে যায় মনমাঝে
কত যে চেতনা বোধে মানব মন শুধুই বলে!
যদি পারতাম পারি জমাতে ঐ সেই বিদেশ
নামক কাঠঘর পুরানো শত কষ্টের মাঝেও
জাগ্রত মন সারা জাগায় হতো বা ছাড়লে
দেশ বিদেশ গেলে আসবে সফলতা অর্থের।


ঔ যে সেই চেতনায় পারি দিতে চাহে আপন
জন ছেড়ে পর মাটিতে' শ্রমের মর্যাদাতে সেই
মননের অপূর্ব চাওয়া ও পাওয়াতে ধীরতায়
আমরা মানুষরা কতশত বেড়াজালের অর্জন।
ওহে মন তুমি কেন যেতে চাবে এই দেশ ছেড়ে?
সেই যে সু'দূরে! কতশত কষ্ট সয়ে কাউকে যা
বলতে পারে না মন আপন আপনালোয়ে ভরে!
আমাদের দেশ যদি হতো উন্নত; তবেই  তো:


হতো না যেতে অমন কষ্ট শর্য‍্য করে পরমাটিতে।
এসো না নিজ দেশ করি উন্নত!এগিয়ে নেই নিজকে
তাহলে তো আর প্রয়োজনে যেতে হবে না অপরের
হাল ধরতে বিদেশ-বি-ভূয়ে' গড়ি তাই ঐ যে সেই
একক মননের তরে, নয় বিদেশ, কর সদেশ সেই
অর্জনে রবে দেশের প্রতি ভালবাসায় অনন‍্য চয়নে।
===×××===
===×××===
বাণী: চোখে ঘুম নিয়ে গাড়ি চালালে যেমন দূঘর্টনা ঘটাটাই স্বাভাবিক তেমনে মানুষ হয়ে নিজ জীবনকে প্রাচুর্যে সাজাতে বেশি কিছুর কি দরকার হয়? সেই বিদেশ নামক নিজকে ব‍্যবহারে। কর্মঠ হয়ে করলে কাজ বিদেশে যেতে চাবে না মন! নিজ দেশই বলে দিবে কেন যাবে বিদেশ ঐ মনে আপন মাতৃভূমি ছেড়ে!