কৈশোর না বয়সে যখন এসেছিলাম ঢাকায়
বয়স তখন মাত্র চৌদ্দ কি পনের  সেই সময়ের...
ঢাকা তখনও এতোটা হয়নি ইট পাথরে ঘেরা;
রাস্তা-ঘাট ছিল চলাচলে ভিষণ অসুবিধা
ঘর-বাড়ী ছিল না তেমন পরিপাঠি;
কষ্ট করেই বসবাস করতো কষ্টার্জিত মানুষেরা!
খেঁটে খাওয়া দিন মজুরেরা করত তাঁরা কাজ
না জানতো তারা তেমন লেখা-পড়া,
না জানতো হিসাব-নিকাশ।
কাজ করানো মালিকেরা হিসেবে ঠঁকাতো তাদের;
বুদ্ধিমান দিন মজুর সে একদিন বুঝতে পারে;
মালিক ইশারাতে দেয় চোখের ভঙ্গিমায় বলিস না তুই যে;
আমি পরে বলছি তোকে, তুই লাভবান হবি যে রে..
দিন মজুরেরা জানতে পারে মালিকের ঐ অনিয়ম;
তাইতো সবাই পণ করলো আমরা এবার শিখবো হিসেব!
ছোট বেলায় লেখা-পড়া না শিখে করেছি যে ভুল;
এই জন্য তো সবাই ঠঁকায়
এবং
বকাঝকায় বলে তুই মূর্খ্য জানিস কি?
তাই তো বলি করতে হবে পড়া-লেখা,
শিখতে হবে হিসেব-নিকেশ
পেতে হবে কাজের মর্যাদা।
শিক্ষার কোন বয়স নাই যে, বয়স হল মনের;
লেখা-পড়া করলে, জানতে পারা যাবে
মানুষ হয়ে বয়ে বেড়াতে হবে না..
চোখ থাকতে অন্ধত্বের গ্লানির বোঁঝা!
কাজের পাওনা হিসেবে কেউ পারবে না ঠঁকাতে আর!
নিজ হাতে হিসেব লিখে রাখতে পারা যাবে
পড়তে হলে মাস্টার লাগবে, কে হবে সেই শিক্ষা গুরুজন?
ওরা দশ জন বয়স্ক শিক্ষার্থী’র
সৌভাগ্যবান মাস্টার যে হলাম আমি!
প্রথম দিনের পরিচিত ক্লাশে ধন্য হল সবাই,
স্থানটি ছিল ঢাকার মিরপুর-১২, ব্লক-ডি এর
( ঈদ-গাঁহ্ মাঠের পার্শ্বে )
ভাল পড়ানোয় সকল শিক্ষার্থী খুশি হয়ে উপহার দেয়;
যে যা পেরেছে সেই হিসেবে তিনশত পাঁচ টাকা
সেই সময়ে আমিও শিক্ষার্থী মাস্টার টাকা’টা নিয়েছি বটে!
কিন্তু রয়ে গেছি তাদেরই মাঝে আরও ভাল..
শিক্ষা’র মাধ্যমে আলো ছঁড়ায়ে তাদের..
এই অবদান করবো পরিশোধ যে।
মানব জীবনে পারিবারিক হাতে খঁড়ি’র..
আদর্শ শিক্ষার নেই কোন তুলনা যে,
সর্বস্তরেই শিক্ষার প্রয়োজন রয়েছে বটে;
তাই তো বলি আজ আমরা করবো পড়া-লেখা
করবো শিক্ষা অর্জন, মেটাবো আত্নতৃপ্তি।
আমরা হবো শিক্ষিত, হতে পারবো জ্ঞানী,
করবো জয়, মনে থাকবে নির্ভয় ও প্রত্যয়।।
উপযুক্ত সময়ে না করলে কেহ পড়া-লেখা
বয়স কালে শুধুই আপসোস্ জাগবে যে ক্ষণে ক্ষণে!
সঠিক সময়ে পড়া-লেখা করলে..
জীবন হতো যে এক অনন্য!
ফাঁকী দিয়েছি যে জীবনে তাইতো আজ আমরা এই...
শিক্ষা অর্জন করতে এই মনবলে,
লেখা-পড়ার কোন বয়স নেই যে;
প্রয়োজন আছে আত্নবিশ্বাস, মনবলের
জীবিকার আহরণের যখনই পাবে সময়
বিথা সময় নষ্ট কভূ নাহি করে
সময়ানুবর্তিতার থাকতে হবে বেড়া জালে!
তাই আজ এই বয়সে শিখছি পড়া-লেখা
হবো জয়ী প্রত্যয় রাখবো আত্ন:বিশ্বাসের
এরই নাম আজ যে আমরা বয়স্ক শিক্ষার্থী!
বাণী :প্রতিভাবানের  কোন বয়সই বাঁধা নয়! থাকতে হবে ধীর মনোবল ও  আত্মপ্রত‍্যয়ী। তবেই সেই ব‍্যক্তিরই কঠোর পরিশ্রমে একদিন জয়ী হয়ে সমাজের নামী-দামী জনের একজন হয়ে থাকবে।।


তারিখ: ১০/০১/১৯৯১ইং, ঢাকা, মিরপুর-১২।