বন্ধুপ্রিয় সেই স্মৃতির কথা
এখন মনে পড়ে
সময়ই যেন আপন মানা
কেমনে হই পর?


পড়ালেখা সাথী ছিলাম জন
করেছি বুদ্ধি রপ্তে
একসাথে বন্ধু জনের সঙ্গে
করব জ্ঞান লব্দে।


অপেক্ষিত বন্ধু থেকেছে রত
করবে মিলে নোট
পরীক্ষাতে ভাল ফলের আশা
জীবন গড়ে নিতে।


তেমনই বন্ধু মিলাবে ধরা
করতে জয় কল্পে
একসাথে ছাত্রা বাসের বাস
একই খাদ‍্য খেয়ে।


চারপায়া খাটে দু'বন্ধু ঘুমে
সকাল সন্ধ‍্যা রাত
ঐ'মনেই চলে আপনে সেথা
আপন হয় পর।
****************
বাণী: একই সাথে পড়ুয়া বন্ধু ও সাথী বটে। কেহ লেখাপড়া ভাল করে ভাল চাকুরী করে। আবার কেহ সাধারণ কর্ম করে। এমন এক সময় আসে বন্ধু হতে বন্ধুর কর্ম ফলেই পর হয়ে যায়। যা সত‍্য বটে। সেই জন‍্যে নিজেকে গড়তে সচেষ্ট হওয়াটাই শ্রেয়।