কেহ যেন মনে না করে
ঐ'লোকটির বয়স হয়েছে
উনার বুঝি মন নাই'
উনি বয়স্কো মানুষ!!


উনি কি বোঝেন
উনি বুঝি বোকা!
উনি কিছুই বোঝেন না;
উনি একেবারেই বোকা।।


প্রকৃত পক্ষেই ভেবে কি দেখেছি
কখনও আমরা! আমরাই কি জানি?
উনার জ্ঞানালোর বয়সের কথা?
কেন অবজ্ঞা! কেন এতো কথা?


এই দুনিয়ার মানুষ আমরা সকলেই
একই রবি-শষী আমাদের সাথী।
আমরা একই রক্ত-মাংসের মানুষ!
বয়স যাই হোক না কেন মন তো মনই।


বিধাতার নীলা-খেলার নিয়মেই!
এক সময়ের রং আরেক সময়ে
যায় যে বদলায়ে সেই আবরণেই
প্রজন্মেরা বলে থাকেন উনি বুড়া!!


উনি কি বোঝেন? আজ কালের
আধুনিকতার ছোঁয়াতেই বলে বসে
অবুঝের মত; উনি কি জানেন?
উনি কি বোঝেন?


আসলে প্রকৃত পক্ষে উনি যা বোঝেন!
উনাকে জানার পর বুঝতে পারা যায়
উনি যা জানেন আমরা প্রজন্মরা সেই
জ্ঞানালোর কাছে আসলে কিছুই নই।।


মনের জোরই বড় জোর
মনের জোর থাকলেই জয়
সেই মনোবলের মানুষ গুলিই
বয়স যাই হোক না কেন' নয় তো কোনই বাঁধা!


বাঁধা হল অলসতা; বাঁধা হল  দৃষ্টি-ভঙ্গির।।
বদলাতে হবে সভ‍্যতার চরণের অসভ্য মনের কালোদাগ।
মনে রাখতে হবে যার যার বয়সের মাপকাঠী সেই মতে
চললে পথ! করলে বসবাস! করলে নিয়ম মেনে কাজ!


হবে না কোনই অবহেলা! রইবে বরং সৌন্দার্য বর্ধনের
অপরুপের শোভাতে শিশু, কিশোর, কৈশোর, বয়োজৈষ্ঠ,
আবাল, বৃদ্ধ সকলেই এই সমাজের মানুষ নয় তো খেলনা
নয় তো ফেলনা। রয় যেন আমাদের মনে সেই অবহেলায়।
===×××===
===×××===
বাণী: যে সকল লোক গুলি জীবন ভাবনাতে রয়ে কোন অর্জনে অগ্রসরে নিজ হতেই বাঁধা করে বসে অলস জীবন যাপন করতে চায়। সেই সকল লোক গুলির জীবনে সফলতা পেতে বাঁধা গ্রহস্ত।।