চামিচ মারা বন্ধ করিও
মানুষ রূপ আশরাফুল!
সেই চরণ অসাধারণে
চমৎকার ভাষা শুধুতা।


এমন করেই চল মানব
অপূর্ব সুউচ্চ প্রাণবন্তের।
মানুষ হবে মানুষ চলবে
একে অপর সুন্দর হৃদ।


প্রয়োজন মেটাবে নীতি
নয়ন মেলে দেখা সবই।
কি যে আমরা মানুষেরা
মানুষ বিবেকই দাসত্ব।


চামচা তৈরি না করি!
এক সাথে চল মানুষ
হই যেন অপূর্ব সুসম
অন্যায় অনভি অপ্রিয়।


সেই সুযোগ না নেই
না দেই কোন লোককে।
সঠিক পথে চলি ঠিক
সভ্যতা বজায় রেখেই।


জীবনমান চলন সবই
মানুষ মানুষকে দেখা।
করি যেন মানসিক মন
হই ঊষা আলোকবর্তিকা।


এমন কেন চল মানুষ
ভুল ত্রুটি জীবন যারা।
তাদের না জানি ভূষা
কোন সহযোগিতা নয়।


তাদের স্পর্শে নয়'তো
একটি মূহুর্ত এ'ধরাতে।
পথ চলবো যথার্থ সভ্য
অকল্যাণ কর্ম নয় যেন।
_________________
বাণী: মানুষ মানুষের চামচা কথাটি কতটা ঘৃণার! যে সকল মানুষ রূপ অপদার্থের দল করে থাকে, ঐ'রূপ অপরাধ চামচামী। সেই সকল মানুষেরা প্রকৃত পক্ষেই অপদার্থ। নিজেকে ধ্বংসের অবলীলায় পতিত করে চামচা জীবন-যাপন ব্যক্তিত্বহীন অভ্যাস্তে অভিশপ্ত জীবন অতিবাহিত করা ছাড়া সমাজ ও পরিবারের কোন উপকারে আসে না। যা একজন সুস্থ-সবল মানুষদের ঐ'রকম চামচামী জীবন মন পরিহার করে সুন্দর গঠন মূলক জীবন যাপন করাই উত্তম।