দাদা ভাই তোমাকে সেই দেখে ছিলাম'
কতটুকুন বয়সেতে' মনে পরছে না যে!
ছোট বোন বলতে পারে' রত্না টেংগুড় এই
কথাটিতে আনন্দে মাতায়ে রাখতে বলে।
কিন্তু তোমার সেই আনন্দ মননের অপূর্ব
দাদা নাতি নাতনি' ঐ যে ভালবাসা ও ভাল
লাগার স্নেহ মিষ্ট কথার বুলিতে সরাগমের
আমেজের রূপময় রূপক ছড়ার অসাধারণের
বসবাসের পাশে কেন যেন মনে পরছে না
তোমার স্মৃতি! তারপরও যেন মনে পড়ে ক্ষণে
ক্ষণে দাদা ভাই তোমার ও দাদীজ্বির মমতার
কথা মালার অপূর্ব স্মৃতিময়ের সুমধুর স্বাদ।


তোমাতে আমায় কোনই স্মৃতি আমার নেই মনে;
নেই তেমন কোন ভাল বাসার কথা জানা, তবুও
তোমাতে কেন যেন অনেক শ্রদ্ধ‍‍া জাগে মন-প্রাণে!
মায়ের মুখে গল্পে-স্বল্পে শুনে জেনেছি ভাল
মানুষ ছিলে' গ্রামের লোক জনও তোমায় জানে
ভাল শ্রদ্ধায় ভরে। উপকারে ছিলেন না কি মানুষ
হয়ে মানুষের তরে! তাই তো আরো অনুগামীতে
রয়ে; তুমি জানতে ভাল আমার মা'কে পারিবারিক
অনাচারে বলেছিলে আপনার বউমা'কে তাকে
উদ্দেশ‍্য করে আপনারই ওরশ জাত অত‍্যাচারিত
নর পিশাত সন্তানদেরকে এই উক্তি করে দেখরে'
বউ'মা বংশীয় ঘরের মেয়ে তোরা আর তার সাথে
করিস নে অনাচার' ঐ দক্ষিণ চকের ভিটাতে একটা
ঘর উঠায়ে দে থাকবে সেথায় আর করিস না যে মানুষ
হয়ে মানব মানবেতে লংকা কান্ডের রত অমানবেতর।


তাই তো তোমার আদর্শে আমি আর্শিয়ানে
ঐ সময়ে তোমার সন্তানেরা মান‍্য করে নাই
সেই আদেশ পালন তাতে কি হয়েছে? আমি
ঠিকই মনে রেখে তোমার সিন্ধান্ত রক্ষার্থের
প্রচেষ্টায় সফলতা করেছি অর্জন। অনেক বাধা
বিপত্তিতেও পিছু হটি নাই! তাই তো সফলতায়
ঐ সেই ভিটাতে উঠায়েছি ঘর বসবাস করছে
তোমার সেই বউ'মা। অনেক পরহেজগার তিনি
মা'আমার পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন
নিয়মিত ফরিয়াদেরত হে আল্লাহ্ যেন নসিব
করিও বেহেস্ত দান করো শ্রদ্ধ‍েয় শশুর আব্বাকে।


সেই অনুপ্রেরণায় আজও দাদা ভাই স্মরণে
রাখি সব সময় অভাব বোধ করি আপনি চলে
গেছেন পরপারে আল্লাহর বিধানের বালায়ে!
তাতে কি হয়েছে? এই তো দেখা দিচ্ছেন
আমারই মাঝে ঐ যে আমার 'মা'কে সৎ
উপদেশাতে নিরাপত্তা দিতে করেছিলেন
না কোনই কার্পণ‍্যতা সেই স্মৃতিই আজও
শ্রদ্ধ‍াভাজনে দাদা ভাই বলে কথায় স্মরণ
করি মন-প্রাণের অন্তস্থলের অন্ত:ধাম হতে।
আল্লাহ যেন ভাল রাখেন করেন নসিব বেহেস্ত!
ঐ পরপারে, থাকেন যেন আলোকিত হয়ে কবর খানাতে।
          @@@@@@
কবিতাটি উৎসর্গিত করা হল: আমার প্রয়াত দাদা ভাই মরহুম আব্দুল রশিদ মিঞার আত্নার মাগফিরাত কামনায়।
===×××===
===×××===
বাণী: মানুষ হিসেবে মানুষের প‍্রতি কল‍্যাণকর কাজের অবদানে প্রকৃত প্রাপ‍্যে ভাল ও ন‍্যায়বান মানুষকে জাগ্রত করে স্মরণে এনে সমাজে সেই ভালকর্মের সুনাম ছড়ায়ে দিবে পৃথিবীর বুকে একদিন ঐ ব‍্যক্তি দুনিয়া হতে পরপারে চলে গেলেও সৃষ্টি কর্তা তাকে সেই সন্মান যে কোন মূল‍্যে প্রদান করেই থাকেন! ইহাতে কোনই সন্দেহ থাকতে পারে না।