শান্তনু সন্তান মোদের ভাইড়া বেটা' স্ত্রীর
বড় বোন কামরুন নাহার বিউটি ও মোঃ
আব্দুস সালাম বাচ্চুর পুত্র। ঐ’ পুত্রের
সুখী দাম্পত্ত জীবন নাম উষা প্রেম মনো


-লোভা ষোড়শী পুত্র-পুত্র বধু চরণ এ’ধরা
সকলের মুখ আলোয় ভরে দীপ্ত মান রত্ন
স্বর্ণ নয়ন উচ্ছাস ভরা পুলকিত ঝলমল
দিগন্ত বিজয়ী পুষ্প পুষ্পে ভরপুর সুভাষ।


জগৎ সেরা পুত্র! সুসন্তান নামটি রেখেছো
মোঃ আহিয়াদ পরিবার সকল আদর তুষ্ট!
আমরা স্বামী-স্ত্রী দু’জনা দাদা-দিদি ভাই’
অনেক স্নেহের ভালোবাসা ভরা হ্নদয়টি।


প্রাণ জাগ্রত তূমি আমাদের নয়ন মনি।।
আজ দেখা প্রথম কাছে আসা পরশের
ছোঁয়া কমলমতি মায়া ভরা চাহনি আহা
কি যে মমতা তোমাতে স্পর্শ আপনত্বের।


এটাই কি শিশু স্বভাব প্রথম দেখা কাছে
আসোনি একটু একটু চেনা নয়নে নয়ন
পরিচিতি দেখা ভালো লাগা গল্প শোনা
খেলার ছলে পাশে আসা কাছে ডাকা।


এসো দাদা ভাই একটু আসো কোলেতে!
আদর করব অনেক তোমায় দিব খেলনা
তুমি করবে খেলা আপন মনে বিকশিতে।
পরিশেষে এসে কোলে তৃপ্তি দিলে প্রাণে;


হ্নদয় মন আত্মার স্পন্দন সবই হল স্বস্তি।
এমন করেই রেখো ভালোবাসা ভরা মনে
প্রজন্ম তুমি আমাদের বংশধর এ’ধরায়।
দোয়া রইল আল্লাহর অশেষ রহমত যেন’


থাকে তোমার প্রতি হবে তুমি মানুষের মত
প্রকৃত মানুষ ধর্মের শিষ্ঠাচারের অনন‍্য মন।
লেখা-পড়া শিখে ভাল ফলাফলে উচ্চশিক্ষা
অর্জনে উদ্ভাসিত উদারতার মহান আদর্শ..


মানুষ হবে এই সমাজ তটে নেই সন্দেহ!
আল্লাহ তোমায় হবেন সহায়ক তুমি নিবে
সেই দীক্ষা ধর্ম-কর্ম-সময় নিষ্ঠ‍্যতা মানুষ।
হবে সেরার সেরা সফল সকল প্রেরণার্থ!


অণুশাসন আশার আলো প্রদীপ্ত জীবন।
তুমি হাসবে হাসাবে পরিবার সমাজসহ
জাতি সমগ্র বিশ্বের মানব কল‍্যাণ ব্রতে।
অনেক দোয়া ও ভালোবাসা সব সময়’


রইল আমার কবি মন হ্নদয়ের আঙ্গিনা
সদা সর্বত্র সব সময় খোলা মন প্রাণের
শুভকামনায় আমরা দাদা-দিদি সত্ত্বায়
নবজাগরণে প্রেম দিলাম আজীবন তটে।।
×××××××××××××××××××××
বাণী: একটি শিশু একটি পরিবার তথা সংসারের পবিত্র ফুলও খুঁশির জোঁয়ার। সেই জন্যে প্রকৃত মানুষ রুপে গড়ে উঠতে সুন্দর অনাবিল স্বচ্ছ পরিবেশ পিতৃকূল ও মাতৃকূল অবধারিত। অন্যথায় অমূলক ও নিষ্ফল।।


÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
কবিতাটি উৎসর্গিত: প্রিয় স্নেহের দাদা ভাই তার সম্মানিত পিতা-মাতাসহ সকল দাদা-দাদী, নানা-নানী ও ফুফু-খালা মনিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে।।