এই দুনিয়াতে আমি রইবো না
রইবো না আর মিছে মায়ার জালে
রইবো না আর এই নশ্বর জগতে
রইবো না আর ত্রি-ভূবনে। ২। বার


সকল বাঁধন ছেঁড়ে যাবো চলে
সময় আমায় ফুঁরিয়ে আসে ঐ..
এই মিছা মায়ার জালে লাভ কি???


আপন পর নাহি ভেবে হও এক
মানুষ সকলেরই তৃষ্ণা জ্বালার
স্বাদ যে মানব অনুভাব করতে পারে।


হে মানব এসো না হই এক সাথে
নিজের কল্যাণ করি ভাল কাজে’
অপরের কল্যাণে হয়ে মন সকলেই!


না করি সংশ্বয়; না করি সংশ্বয়।।  
রইবো না আর বেশি দিন সকলের মাঝে
না যদি করি কল্যাণ কর কাজ
মহৎ ও কল্যাণ কি অজানাই থেকে যাবে


আমি যে ছিলাম শ্রেষ্ঠ‍্য সৃষ্ট্রির সেরা জীব
আশরাফুল মাখলুকাৎ; আশরাফুল মাখলুকাৎ।।


হয়ে রইবো সকলের তরে;
সে এক অনন্যতায় ভরা; অনন্য মনের প্রাপ্তিতে।।


থাকবো মোরা সর্বত্র সকলের সাথে।২। বার
রইবো না আর এই দুনিয়াতে
রইবে শুধুই সংক্ষিপ্ত কল্যাণ কর কাজের স্মৃতি
রইবে সকলের মাঝে সাক্ষী হয়ে।


আহা! এমন মানুষ হই যদি আমরা
আহা! এমন মানুষ হতে পারি ক’জনা???


তবেই তো রইবো মানুষ মানুষের হিতে
কি যে কল্যাণে রবে মন মানুষের;
হায়!! তাই তো বলি ;


রইবো না আর বেশি দিন এ'জগত মাজারে
ছেড়ে যেতে হবে এক দিন আগে বা পরে।।


===×××===
===×××===
বাণী : মানব জীবন একে অপরের কল্যাণের জন্যেই বিধাতার সৃষ্টি। তাই উপকারীর উপকার অস্বীকার কারী ব্যক্তিরা কখন্ও সুখী হতে পারে না। সেই জন্যে উপকার বা প্রতিদান দিতে না পারলেও অস্বীকার বা ক্ষতি না করা। যারা উপকারীর উপকার মনে রেখে সামনে অগ্রসর হয় তারাই প্রকৃত পক্ষের আসল মানুষ।।