দেশ;
দেশের জন্যেই মানুষ
মানুষের জন্যেই দেশ।
মানুষ যদি মানুষ না হয়
দেশ কেমনে উন্নত হবে?
মানুষ;
একটি শিশুর জন্ম খুঁশি
পিতা-মাতা-আপনত্ব বেশ
আবেগঘন পরিবেশ শিশু
প্রতিটি ঘর আনন্দে ভরা।
একদিন বড় হবে এ'ধরা
রাখবে নিজ বংশ মর্যাদা
সুশিক্ষার্জন মধ্য দিয়েই
বেড়ে উঠবে সমাজ তরে।
ধর্মীয় শিক্ষায় শিক্ষিত যেন
বিধাতার বিধান মান্য মন
সেই তরে জীবন কর্ম পন্থা
পরিক্রমা সুচিন্তিত ভাবনা!
দেশ জনতা দেশ মানুষরা
একে অপর সুখে দুঃখেই
থাকবে পাশে আপনত্বের
অনুগামী বিবেক সুউচ্চে।
তখনই দেশ প্রেম অনন্য
শোভায় শোভিত মনুষ্যত্ব
পরিবারকে বাসবে ভাল
তেমনি দেশ দেশাত্মবোধ।