ধর্ম শাশ্বত ধর্ম পবিত্র ধর্ম অমূল্য
ধর্ম শিষ্ঠাচার ধর্ম সামাজিক ধর্ম
উন্নত নিয়মের আদর্শতার অপূর্ব
রুপ ধর্ম সামাজিক বন্ধনের অতুলন
ধর্মই মানব জীবনকে সামাজিক মর্যাদা
ও সৌন্দার্য বর্ধনের অপরুপের সাঁজে
ধর্মই মানুষকে করেছে চরিত্রবান ধর্মই
দিয়েছে মানুষের নিরাপত্তা ধর্মই দিয়েছে
ব্যভিচার হতে আত্ন:রক্ষা ধর্মই করেছে
মানব জীবনের অধিকার আদায়ের ত্যাগ
স্বীকারের কর্ম-দক্ষতার ন্যায় সঠিক কাজে
মানব জাতিকে নিয়োজিত করে নিজ পায়ে
দাঁড়ানোর উপায় জেনে কাজ করা ধর্মই একমাত্র
কল্যাণে মানব জীবনের আর্শিবাদের তুষ্টতা।


সেই ধর্মকে নিয়ে কোনই আলোচনা নহে রবে
শুধুই উহার উপকারীতা কোন অবস্থাতেই বাক
-বিতন্ডা ঝগড়া কূলাহল বিবাদ বদনাম ব্যভিচার
এক মানুষ অপর মানুষ হতে হত্যা নির্যাতন নিপীড়ন
ধর্ষণ ইভটিজ অর্থ ছিনায়ে নেওয়া অপবাদ দেওয়া
পরনিন্দা করা সময় অপচয় না করা সকলের সাথে
আদবের সহিত কথাবার্তা বলা সালাম প্রদর্শন করা
রাজা বাদশার বাদশাহীত্ব করা রাষ্টু পরিচালনা করা
রাষ্ট্র পরিচালনার নিয়ম কানুন গুলিও সেই ঐশরিক
ধর্ম গ্রহন্থ আল-কুরআন হতেই এসেছে।


তাই আল্লাহ রাব্বুল যা করতে পারেন যা তার সৃষ্টি কূলের
কোন মানুষই করতে পারেন না এই জন্যই হে আল্লাহর
বান্দা আমরা সংযত হই একে অপরের সহিত শালিনতা
বজায় রেখে কথাবার্তা আদান প্রদান লেনদেন করি!
ধর্মের ক্ষতি হয় এমন কোন কাজ আমার মতন নগন্ন
মানুষ দ্বারা হোক অমন কাজ না করি।


দেখতে পাচ্ছি বর্তমানে এক মুসলিম ভাই অপর মুসলিম
ভাইয়ের কথা শুনতে পারছেন না একে অপরকে বদনাম
করছেন অপব্যাখা দিচ্ছেন পারলে জিহাদ ঘোষণা করছেন
না আল্লাহ ও আল্লাহ রাব্বুল আল-আমিনের আদর্শতায়
ধর্মের নিয়মে এমন কোনই ভাষা ও বিধানের কোথাও
বলা নাই যে অন্যায় ভাবে একে অপরের প্রতি আঘাত
হানতে হবে বিশেষ প্রয়োজন (ব্যতিত) আঘাত না করা;
ঐ আঘাত হতে হবে আল্লাহর বিধানের ব্যয়িত ঘটলে
অন্যথায় নহে;
বর্তমানে যে সকল লোকজন বিভিন্ন আলোচনা মঞ্চে গোল
টেবিলের টকশোতে কথাবার্তা ও বক্তব্য রেখে নিজেকে জাহেরী
করার চেষ্টা করছেন' তাদের কোন কথাবার্তা অশালিন পাওয়া
তাদেরকে আচার-আচরণ, মেধা-বুদ্ধির-পরামর্শ দ্বারা সংশোধন করা।


আমাদের প্রিয় নবী রাসূল (স:) এর জীবন দর্শায় তিনি
অন্যান্য ধর্মাবলম্বীদের সহিতও খারাপ আচরণ ও অসৎব্যবহার
করেন নাই; তাঁর সারাটি জীবন বিধানেই এমন কোনই নজির নাই;
কেহই দেখাতে পারবেন না যে সে কাহারো সাথে খারাপ ব্যবহার
করেছেন; শত আঘাতের মাঝেও কাহারোও প্রতি উহশব্দটি উচ্চরণ
করেন নাই; তিনি জানতেন মানুষ না বুঝ, তাকে বুঝ মানাতে সময়
লাগবে, সহজে সঠিক বুঝ নিতে পারে না, তার জন্য দরকার বুঝার সময়!
আহা সেই মহা মানবের উম্মত হয়ে আজ আমরা কি করছি? এক মুসলিম
ভাই আরেক ভাইয়ের সহিত হিতে বিপরীত মনোভাব পোষণ করে পশুত্ব
বোধের মতন কর্মকান্ড করে আসছি যা একে অপরের সহিত শত্রুতা ব্যতিত
আর কিছুই নয়; প্রজন্মকে কি দিয়ে যাচ্ছি। তাই ধর্ম জ্ঞান উপলব্দিতে কি করছি?


আমরা জ্ঞান চর্চা করি ধর্ম সম্পর্ক জানি সকল রাজনৈতিক, ধর্ম
প্রাণ মুসলিম, অন্যান্য ধর্মাবলস্বী, সাধারণ পেশাজীবি, আইনজ্ঞ,
বুদ্ধিজীবি, শিক্ষক, সাহিত্যিক, কবি, উপন্যাসিক, পর্যটক, ছাত্র
সমাজ, সকল পেশা জীবির মানব কূল তবেই তো হবে কল্যাণ
এই মানব জাতির ধর্ম নিরেপক্ষতার এক অপূর্ব বাঁধনে আস্তাদন।
তাই তাে আমার বলা আমরা মানব জাতি ধর্ম জ্ঞান উপলব্দিতে
হতে হবে অনন্য ও উন্নত জীবনের জ্ঞান পিপাসীত সেই মানুষ
তবেই তো জানা হবে আল্লাহকে আর আল্লাহর বান্দা হিসাবে করণীয় কি?
===***===
===***===
বাণী : হে বিশেষ মানুষ গুলি হতে চাও বিশেষ জন! আগে মুখরোচক না হয়ে সর্ব প্রথম যে বিষয় নিয়ে আলোচনায় নিজেকে উচ্চ-মর্যাদায় দাঁড় করানোর জন্যে মঞ্চে বক্তব্য রাখবে সেই বিষয়ে ভাল ভাবে জেনে সঠিক জ্ঞান অর্জন করে তারপর শ্রেষ্ঠ্যত্ব দেখাতে পারলে আজীবন রইবে। তা না হলে অন্যের নিকট হতে শেখা বুলি কাকাতোয়ার ন্যায় তা অচিরেই হারায়ে যাবে হবে ধ্বংস নীলার একজন ভয়ানক অপবাদের।