ধর্ম জ্ঞান শূন্য মানুষ
জানে ধর্ম বোঝে না।
সেই তারা কি মানুষ?
জানতে বড় ইচ্ছা হয়।


ধর্ম জ্ঞান অজানা মন
বলে ধর্ম নাম জবান।
এমন করে কয় কথা
মনে হয় সবই সত্য।


আসল কথা হল অজ্ঞ
ধর্ম দেয় সত্য শিক্ষা!
মিথ‌্যা ত্যাগ সেই মন
মানব জাতি সভ্য হৃদ।


প্রকৃত ধর্ম জ্ঞানী রয়
এক নিষ্ঠ্যতা মন স্বপ্ন।
ধর্ম গোড়ামী নয় কোন
ধর্ম নিয়ে বিদ্বেষও নয়।


সকল মানুষ সমান হয়
যদি সেই মানুষ জ্ঞানী।
যথা নিয়ম মান্য ধর্মে
চাল চলন বিধান মত।


ধর্মে কোথাও বলা নাই
মানুষ হয়ে জন্ম নিলেই'
হতে পারে মানুষ প্রকৃত!
সেই কথাটিই ধর্মান্ধ মন।


কেহ অর্থ বোঝেই কম
না বুঝাতেই ধর্ম নিয়ে
কয় কথা কেমন জ্ঞানে?
ভাবনা জাগে তাই সবে।


ধর্ম জ্ঞানী প্রকৃত অর্জন
সত্যই সে করবেই না'
বেধর্ম কর্ম কান্ড সমাজ
সত্য নিষ্ঠা ন্যায়নীতির।
××××××××××××××××××××××××


কবিতাটি উৎসর্গিত: প্রিয় সম্মানিত কবি মোঃ সানাউল্লাহ্ (আদৃত কবি) মহাশয়ের ধর্মান্ধতার অর্থের প্রশ্নে আমার লেখা একটি কবিতা "দু'টি কথা বলি"। উক্ত কবিতাটির মন্তব্যের পাতায় অপূর্ব জ্ঞান উপলব্দির সুন্দর মন্তব্যে প্রেরণে। অনেক ভাল লাগা রইল। পাঠক সমাজে এই কবিতাটি হতে সামান্যতম উপকৃত হলে তার সব স্বার্থকতা টুকুন প্রিয় কবিজীকেই উৎসর্গিত করলাম। আমিন।।
××××××××××××××××××××××××××××××××××××××××××
বাণী: ধর্মান্ধতা হল এমন এক ধরণের গুড়ামী! যা মানুষ ধর্ম নামে না বুঝেই আল্লাহর নাম স্মরণে ও রাসূল (সাঃ) এর লেবাজ ধারণে মুখে রাসূল ঐ'আল্লাহ্ অন্তরে ভন্ডামী রূপ ধারণে পশু মন কর্ম করে সমাজকে আরো নষ্ট। নিজে তো ধর্ম জ্ঞান চর্চায় পোক্ত নয়। অপর দিকে অন্য ধর্মের প্রতি বিদ্বেষের তীর ছুঁড়ে মারে। যা নিজ ধর্মসহ অপর সমাজের অন্য ধর্মের মাঝেও সমস্যা সৃষ্টি করে থাকে। যা সত্যই সুশৃঙ্খল রক্ষায় অনেক বড় অন্তরায়। যা ধর্মান্ধতার কারণেই মানুষ ঐ'রকম করে থাকে। যার স্বচ্ছতা পেতে মানুষকে অবশ্যই ন্যায়-নীতি, সত্য ও প্রকৃত জ্ঞান অর্জনের মাধ্যমে ধর্ম নামক গুড়ামী ত্যাগ করে সুন্দর ধর্ম সভ্যতা মানব কল্যাণ নিবেদিত মানবকেই সুন্দর জীবন উপহার দিতে হবে। অন্যথায় অসম্ভব।