ধর্ম হল শিষ্ঠাচার
আল্লাহর প্রতি আনুগত‍্য
সকল মানুষ হবে সুন্দর
সুশিক্ষিত জ্ঞানী জন।


সেই ধর্মকে পুঁজি
যারাই করেছে ব‍্যবসা
তারা ধর্মকে করেছে নষ্ট
কেন তোরা অমানুষ?


এমন করে ধর্ম
লেবাজ সাঁজ করলি ক্ষতি
বিধাতার দেওয়া মানবের
জন‍্যে অতিমহৎ কাজ।


না পালি তোরা
দুনিয়া না পালি আখেরাত
যত দেখিস বুঝি হচ্ছিস বড়
সবই শেষ রসাতল।


ধর্ম হল মহাপবিত্র;
মানবকল‍্যাণের বলে কথা
যে জন বুঝার সে জনেরাই
বুঝেছে তাই লুফে।


জগৎ সংসার সবই;
মহান আল্লাহর পরীক্ষা সম
হায়রে মানুষ মুখে মানুষ
প্রকৃত মানুষ ক'জনা?


কথায় কথায় রস
ঠোঁটে হাসি; মিষ্টতায় চমক
অন্তরে বিষ রেখে ধর্মকি হয়
সেই অমানুষ মাঝে?


গোপন প্রকাশ‍্য সবই;
জানেন বিধাতা মানুষ কর্মের
তবে কেন গোপন চল মন চল
মানুষ হতে মানুষে?


সেই মানুষ কিসে;
কেমন করে ঈমানদার মনুষ‍্য?
হায়রে মানুষ হও সঠিক পথে
চল জীবন সুন্দরে।
************************
বাণী: ধর্ম মানুষের সৌন্দার্য বর্ধনে অনাবিল ও উত্তম এক যুগান্তকারী সু ও সুস্বাস্থ পরিবেশ সৃষ্টির মহান আল্লাহর নিদর্শন। যা আল্লাহ্ সৃষ্টি না করলে মানব জীবনের মূলধারার মানবতার সকল কর্মই বিফলে যেত। সেই জন‍্যে আল্লাহ্ প্রদত্ত ধর্মের বাহিরে যারাই করবে কর্ম। সেই সকল কর্ম যতই সুউচ্চমান দেখায় না কেন! তা জেনে রেখো অচিরেই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ্ সকল কিছুরই সুবিচারক।