কবিতা লেখাতে সময় নিবে কি কবি
জানা নাই আমার কোন কবি গুরুজন
কোন ভাবণাতে লিখিবে কবিতা!
ভাব-গাম্ভির্যে রবে এক অন্য মন চয়নে
লিখবে সেই কবি মনের সকল কল্প
রাজ্যের অনুভবের মানবিক চেতনায়;


ছড়া-কবিতা; জীবনমুখী কবিতা;
দেশাত্মবোধক কবিতা; ধর্মীয় কবিতা;
প্রকৃতির কবিতা; প্রেমের কবিতা;
বিদ্রোহী কবিতা; বিবিধ কবিতা
বিরহের কবিতা; মানবতাবাদী কবিতা
রূপক কবিতা; কেহ লিখবে রম্য রচনা;
ইতিহাস, উপন্যাস ইত্যাদির এক ছত্রতা।


আজ গিয়েছিলাম এক অন্য রকমের জানাতে
হায়রে মানুষ আমরা বলে থাকি মুখে আদর্শ
ন্যায় পরায়ণ সত্যবাদী, সদা-সত্য বলি, করি না
কারো ক্ষতি ঐ দিকে অপরের জমিনের মধ্যে সীমানা
ঠিক করতে দুই হাত বেশি জায়গা প্যাঁচায়ে প্লার পুঁতি।


সেই ভেঁজাল মিটায়ে আসতে মাথা গরমের ফলে আর
লিখতে বসতে চায় না মন! কি লিখিবো ভাবনাতেই
লিখতে বসতেই মনে পড়ে যায় লিখি না কবিতা'
এই সমাজ ব্যবস্থায় মানুষ কেমন, কি করে হয় এমন?


সঠিক পথে চলতেই বে-সামাল;
ভেঁজাল করে জানে! কি লাভ? তারপরেও করে ভেঁজাল!
পরে কিন্তু ঠিকই লাভ ক্ষতি বুঝে; এরপর বলে কি..
ছিল দরকার অমন করার।


তাই তো দশ মিনিটেই লিখে দিলাম অন্যায় ভেদা-ভেদ
সংশোধনের অপূর্ব ও বুঝমান একটি কবিতা।
ভাল কাজ ও ভাল ভাল কবিতা লিখতে সময় কমতিতে
ক্ষতি কি? এই কবিতাটি লিখতে সময় নিয়েছে দশ মিনিট ত্রিশ সেকেন্ড মাত্র তাই।।
===×××===
===×××===
বাণী : আমরা মানুষরা অপ্রয়োজনীয় কাজে যে ভাবে সময় অপচয় করি; সেই হিসাবে যদি ভাল ও গঠন মূলক কাজে প্রয়োগ করতাম তাহলে মানব জীবন আরো উন্নতি লাভ করতে পারতো। যারা জীবনে সফলতা লাভ করেছে প্রত্যেকেই সময়ের সঠিক ব্যবহারটি কাজে লাগায়েই সফলতা পেয়েছেন।।