আমি যে দিকেই দৃষ্টি মেলি
এসে পড়ে আমার সামনে অনেক.....
আমি এগিয়ে যাই আমার...
নিজ দৃষ্টি কোণের নেপথ্যে হিমেল।


আমাকে নিজের গতিতে চলতে
সামনে নজর রেখে আপনাময়ের দৃষ্টিতে!
কোন লোকান্তরে; মাঝে মাঝে মনে পড়ে
আমার খোলা আকাশের কথা.....


কখনও চন্দ্র, সূর্য, নক্ষত্র, তারা ও গ্রহ মন্ডলির দৃষ্টি।
আমি নেপথ্য পথগামী, আমি সর্বপরি!
আমার দৃষ্টি এদেশের রাজনীতি কোণে
আমার চেতনা এদেশের তরে!


আমার আবেগ তোমাদের মাঝে প্রবেশ করায়ে
মনের সংকোচ দূর করতে।
কালো মুছে ফেল হে'বীর আগমনী
আগামী ভবিষ্যৎ.......
আমি রইবো তোমাদের সাথে।।
===×××===
বাণী : আমার আবেগ ছিল এই দেশের সমসাময়িক সেই সময়কার (১৯৯৬) ঘৃণিত রাজনৈতিক কর্মকান্ডের দিকে। সেই তরে বলতে চাই' একজন দেশ প্রেমিক নেতা, তারা কখনও নিজের স্বার্থ দেখেন না। তারা জনগণের কল্যাণ নি:স্বার্থক ভাবে ত্যাগী নেতা হিসাবে দেশের কল্যাণে কাজ করে যান। তা না হলে নেতা হওয়া সহজ লব্দের নহে। যা ভবিষ্যৎ অকল্যাণ বয়ে আনতে সময় সাপেক্ষ মাত্র।।


তারিখ: ১১/১১/১৯৯৬ইং।
লেখার স্থান: বাসা নং—৩৭, রোড # ০৭, ব্লক # সি, মিরপুর—১২, ঢাকা।