আর মাত্র ক'টা দিন বাকী!
এলো যে রে পবিত্র কোরবাণী রই ঈদ!
আসছে যে রে ধেয়ে পবিত্র কোরবাণী রই ঐ'
ঈদের আমেজ ঘন আনন্দের মানুষের মনে।।


সকলেই বলি ঈদ মোবারক ঈদ!
মদিনার ঘরে ঘরে বহিবে আনন্দ;
খুঁশির জোয়ারে মেতে হাসতে থাকবো
সারা মুসলিম জাহানের মানুষ আমরা।


এই পবিত্র ঈদ কোরবাণী হল আল্লাহর
হুকুম তাঁরই নির্দেশে পালিত একজন
যোগ‍্য উপার্জন ক্ষম ব‍্যক্তি (নারী-পুরুষ)
দেনা মুক্ত, সুদ মুক্ত, হারাম মুক্ত ঐ' সকল


ব‍্যক্তিবর্গ' হয় কোরবাণীর জন‍্যে উপযুক্ত ও
জায়েজ! হায়'রে সারা জাহানের মুসলিম
আমরা পবিত্র ঈদে পশু কোরবাণী দেই যাহারা
শোনেন শোনেন একটি বার; পবিত্র টাকাতে
ক্রয় করলে গরু! খেয়ালে ও ধ‍্যানে স্মরণে


আল্লাহকে! নিয়ম মেনে ছওয়াবের আশায়
একটি সুস্থ‍্য সবল পশু একটি অথবা তিন
অথবা পাঁচ অথবা সাতটি অংশে দিতে হবে
পবিত্র ঈদের নামাজ শেষে যে যা পারে;


কোরবাণীর উপযুক্ত বয়স নিরুপণে দুই
থেকে চার দাঁতের ও কমপক্ষে দুই বৎসর
বয়স হতে হবে' অন‍্যথায় কোরবাণী'দেওয়া
যাবে কি বিধানের নিয়ম অমান‍্য করে?


কোরবাণী হল গরীবের হক! একটি অংশ
সমান তিন ভাগ করে একেকটি অংশ
বন্টন করতে হবে গরীব ও অসহায়দের
মাঝে, যেন ওদেরও ঈদ আনন্দ কাঁটে '
একই সাথে সমান আনন্দে। তা না হলে
লোক দেখানো কোরবাণী হয় কি করে'


জায়েজ ঐ' হাদিস কুরআনের নিয়ম-রীতির
তোয়াক্কার বে-হিসেবী মনের অপ্রীয় আনন্দের?
ঐ'আনন্দে পায় না তেমন কোনই সুখ ও শান্তি!
তবে কেন স্থির মন করে প্রকৃত অর্জনে দিতে;


হবে পবিত্র কোরবাণীর ঈদের আনন্দ আয়োজন।
সকলের ঘরে ঘরে বয়ে বেড়াবে ঈদ খুঁশিতে!
সেই আমেজে আপন জনে একে অপরে মাতায়ে
হই যেন আনন্দ উদ্ভাসিতের মিলন মেলায় মাতায়ে।


এই ঈদ আনন্দ নাইরে ভাই মনে'
কি করে হবে বলো না রে?
করোনা মহাভারীর প্রার্দুভাবের সাহসী কতা
ক্রমেই বেড়েই চলে আসছে।


সেই চেতনাতে স্বাস্থ‍্যবিধি মেনে
যাহা কিছুই করি না কেন!
সকলকেই আহবান ওহে মুসলিম (নর-নারী)
বেঁচে থাকলে ঈদ করা যাবে!


অসাবধানতা বশত: করলে ঈদ!
নেমে আসতে পারে ভয়াবহ করোনার স্বীকার;
মানুষ হতে মানুষেতে; সেই তরে সাবধানতা
রক্ষার্থে চলা-ফেরাতে চলে মন করতে হবে ঈদ।


পবিত্র ঈদের নামাজ পড়তে হবে স্বাস্থ‍্যবিধি মেনে
নামাজ শেষে মুলাকাত কি করা যাবে? না ন না'
একটু ধৈর্য ধরে গেলে করোনা তারপরে করতে
হবে করোনা নিয়ন্ত্রণে মুলাকাত! এই সময়ে নহে।


হে আল্লাহ রক্ষা করো আমাদেরকে! করো রক্ষা
পালন করতে দাও না তোমারই পবিত্র ঈদ পালন
তোমারই খুঁশিতে দাওনা সুযোগ তোমার বান্দাকে
পবিত্র মনে পবিত্র দিনক্ষণে পবিত্র ঈদ কোরবাণী!
===××===
===×××===
বাণী: হালাল উপার্জনের অর্থে একমাত্র যোগ‍্য ব‍্যক্তিই যাদের সামর্থ থাকবে এক মাত্র তারাই কোরবাণী দিতে পারবে। অন‍্যথায় অবৈধ অর্থ উপার্জন ব‍্যক্তিরা কোন অবস্থাতেই জায়েজ নহে। শুধু মাত্র লোক দেখানো ছাড়া অন‍্য কিছুই নহে।