এলো রে খুশির ঈদ
              মদিনারই ঘরে ঘরে।
আজ সেই ঈদের দিন
              আহা!বেশ খুশির দিন।


সারা জাহান মুসলিম
              ইসলাম ধর্মের শিক্ষা'
আলো আদর্শ জাতির
              মর্ম শোক বেদনা হ্নদ!


অন্তজামী অসাধারণ ঐ'
              সিয়াম সাধন শেষ এলো
প্রতিটি মুসলিম ধর্মপ্রাণের
              ঘরে ঘরে খুশির জোয়ার।


সহিশুদ্ধ বেশে রেখেছে
              রোজা যারা তারাই খুশি
সিয়াম পালনে বিধাতার
              মর্ম জ্ঞানাউপলব্দি জ্ঞাত।


সেই অর্থ আমরা জেনে
              যদি করি পালন ঈদের
হক সমেত ছওয়াব মন
              ধর্ম-দীক্ষা-শিক্ষা-জাতি!


আদর্শ সমতা সবই সৃষ্টি
              একমাত্র আল্লাহর দয়ায়
যা মানব কল‍্যাণ ব‍্যবস্থা!
               জানলে বুঝলে জ্ঞানীজন।


অজানায় চলা অবসাধে
               হারায়ে ধন খুজে ফেরা।
সময় থাকতে বুঝি না'রে
                সেই আপসোস আমাবর্ষ।


সুখের খোজে মরি জনম
                আসল সুখ জানাতে অবুঝ।
ঈদ কি দিবে আনন্দ আজ?
                 হলে মানুষ প্রকৃত ধর্মজ্ঞানী।


সেই জ্ঞানের আলোয় আলোকিত
                সকল জাতির তরে কল‍্যাণী।
মানবতা একে অপরে প্রেম
                আদর্শ সহনশীলতা সুখে-দুঃখে।


সিয়াম সাধন মর্মতা আদর্শ
                ধনী-গরীব অসহায়ত্ব আর্তনাদ
ভাগ করে নেই যে কল‍্যাণ মন
                 আজ সেই ঘর আলোকিত ঈদ।
***************************
বাণী: ঈদ আনন্দ! কথাটি শতভাগ সত‍্য। সেই মন নিয়ে কতজন সিয়াম পালনে বরকত জাগ্রত সত‍্য নিষ্ঠায় করছি ঈদ যাপন, ধনী-গরীব-একে-অপর-মিলে-মিশে। তবেই ধর্মীয় শিষ্ঠাচার পালনে রইবে মানবতা মানবিক মহান সেবা আদর্শতার খোলা দোয়ার। যা বিধাতা হতে স্বর্গ প্রেত আশার আলো প্রত‍্যাশায় জাগ্রত ঈদ আনন্দ। অন‍্যথায়, আজ পোশাকী বেশ মুখরোচক হাসি আর শরীর দেখানো গালগপ্পের ছড়াছড়ি মিথ‍্যা জোক বাক‍্য প্রলাপের একদল জনসমাবেশ ঘটানো ছাড়া অন‍্য কিছুই আশা করা যায় না। এতে ধর্মের কোন কাজে আসবে না। আর ছওয়াব তো প্রশ্নই আসে না।