আসলে যাদের দ্বারা আয়েশ খাদ‍্যাভাব
আরোহণ করে যারা সেই'
তারাই হয়ে পরে অসহায়ত্বের স্বীকার
বানভাসী বন‍্যা করে সর্বনাশ।


শতবাধা পেরিয়ে কৃষক ফলায় ফসল
বিধাতার এমনই পরীক্ষা দিতে
সহায় সম্বলহীন হয় ঐ'কৃষি পরিবার
বীজ অর্থ শ্রম জমিন নিরা'শা।


একটি কৃষি পরিবার নির্ভরশীল ফসল
আশায় বুকবাঁধা স্বপ্ন সুখ
ফসল ফললে হাসে হাসি মুখখানাটি
পাবে গোলাভরা ফসল সেরা।


সেই ফসল হলে প্রাকৃতিক দূ'যোগে নষ্ট
বিধাতার বিচারেও গরীব কষ্ট!
হিসেব কষি বড়ই দায় এ'ভব তট বুকে
কষ্ট জাগ‍্রত ফসল বি-নষ্টে।।


বিধাতার নিকট আমার চাওয়া বলি
হে আল্লাহ কর রক্ষা কৃষক!
এই কৃষকের পদ-চারণা বিচরণ সর্বত্র
ওরা অভাবী! কর সহায়ত্ব।।